Paris Olympis 2024: চিনের সোনায় শুরু প্যারিস অলিম্পিক, প্রথম রুপো কোরিয়া, প্রথম পদক কাজাকাস্তানের

প্যারিস অলিম্পিক ২০২৪-এর প্রথম পদকটা জিতল কাজাকাস্তান। শ্য়ুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড পেয়ার বিভাগে ব্রোঞ্জ জিতল কাজাক জুটি আলেজান্ডার লে-ইসলাম সাতপায়েভ।

Huang Yuting and Sheng Lihao win first gold medals of Paris. (Photo Credits: X)

China's Huang Yuting and Sheng Lihao win first gold medals: প্যারিস অলিম্পিকে পোডিয়াম সবার আগে বাজবে চিনের জাতীয় সঙ্গীত। কারণ এবার অলিম্পিকে সোনার বউনিটা করল চিন। প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এর প্রথম সোনার পদকটা জিতল চিন। শ্য়ুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড পেয়ার বিভাগে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ড্রাগনের দেশ। আর প্যারিস অলিম্পিকের প্রথম পদকটা জেতে কাজাকাস্তান। চিনকে এবার অলিম্পিকে প্রথম সোনার পদকটা এনে দিলেন দুই তারকা শ্যুটাপ হুয়াং ইউতিং ( এবং শেং লিহাও। ফাইনালে চিনের জুটি ১৬-১২ হারান দক্ষিণ কোরিয়ার কিউই ঝিহিউন ও পার্ক জাহুন-কে।

১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে ব্রোঞ্জ জেতে কাজাক জুটি আলেজান্ডার লে-ইসলাম সাতপায়েভ। কাজাক জুটি ১৭-৫ জার্মানির ম্যাক্সিমিলান ও আনা জানসেন জুটিকে হারিয়ে ২৮ বছর পর দেশকে শ্য়ুটিং রেঞ্জ থেকে পদক এনে দিলেন। একটু পরেই এই বিভাগের ফাইনালে খেলে প্যারিসের প্রথম সোনার পদক জিতবে চিন অথবা দক্ষিণ কোরিয়া।

দেখুন খবরটি

ছবিতে প্যারিস অলিম্পিকের প্রথম সোনা জয়ী চিনের হুয়াং ইউতিং ও শেং লিহাও

এই বিভাগে একটুর জন্য সেমিফাইনালে উঠতে পারেনি ভারতের জুটি রমিতা জিন্দাল ও অর্জুন বাবুতা। পয়েন্টের বিচারে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড পেয়ার বিভাগে ষষ্ঠ হয় ভারত। ভারতীয় জুটির আগে শেষ করে নরওয়ের জুটি।

দেখুন খবরটি

প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে মোট ১৫টি বিভাগ আছে। ছেলেদের ও মেয়েদের ৬টি করে ও বাকি তিনটি দলগত বা মিক্সড বিভাগ। পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত রাউন্ডে বিভাগ বা ইভেন্ট গুলি হল -১) ১০ মিটার এয়ার পিস্তল, ২) ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল, ৩) ১০ মিটার এয়ার পিস্তল, ৪) ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন, ৫) স্কিট ও ৬) ট্র্যাপ। আর মিক্সড ইভেন্টগুলি হল- ১) ১০ মিটার এয়ার রাইফেল টিম, ২) ১০ মিটার এয়ার পিস্তল টিম, ৩) স্কিট টিম। প্যারিস অলিম্পিক্সের শ্যুটিংয়ে ভারতের মোট ২৭ জন শ্যুটার খেলার যোগ্যতাইর্জন করেছেন। শ্যুটিংয়ে ভারতের সেরা বাজি ১০ মিটার এয়ার রাইফেল ও ২৫ মিটার পিস্তলের বিভাগগুলি।

দেখুন খবরটি

মানু ভাকের, ইশা সিং, সন্দীপ সিং-রা পদক জিততে পারেন বলে মনে করা হচ্ছে। ২০০৮ বেজিং অলিম্পিকে শ্যুটিং রেঞ্জ থেকে দেশের প্রথম ঐতিহাসিক সোনার পদক জিতেছিলেন অভিনব বিন্দ্রা। তিনিই স্বাধীন ভারতের প্রথম সোনা জয়ী ভারতীয় অলিম্পিয়ান। এবার শ্যুটিং রেঞ্জে অভিনব সুলভ কিছু হয় কিনা সেটাই দেখার।



@endif