IPL Auction 2025 Live

Chess Olympiad 2024: দাবার দুনিয়ায় কিস্তিমাত ভারতের, ফিডে Chess অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতে ইতিহাস প্রজ্ঞানন্দদের

৬৪ খোপের খেলায় বাজিমাত ভারতের। ফিডে দাবা অলিম্পিয়াডে এই প্রথমবার সোনা জিতে ইতিহাস গড়ল ভারত।

Rameshbabu Praggnanandhaa (Photo Credit: ChessBase India/ X)

বুদাপেস্ট (হাঙ্গেরি), ২২ সেপ্টেম্বর: ৬৪ খোপের খেলায় বাজিমাত ভারতের। ফিডে দাবা অলিম্পিয়াডে এই প্রথমবার সোনা জিতে ইতিহাস গড়ল ভারত। এশিয়ার তৃতীয় ও বিশ্বের দ্বাদশ দেশ হিসেবে ঐতিহ্য আর গৌরবের দাবার অলিম্পিয়াডে সোনা জিতল ভারত। ৪৫তম দাবা অলিম্পিয়াডে বুদাপেস্টে ফাইনালে রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়ে সোনা জিতলেন গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজানন্দ, গুকেশ ডি, অর্জুন ইরিগেইসি, বিদিত গুজরাতি, পেনাল্টা হরিকৃষ্ণ এবং শ্রীনাথ নারায়নের ভারত। ফাইনাল তথা ১১তম রাউন্ডে অর্জুন এরিগাইসি আর গুকেশ ডি-র জয়ে নিশ্চিত হয়ে যায় ভারতের ঐতিহাসিক সোনা।

গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে সোনা জয়ের কাছে দাঁড়িয়ে ছিলেন প্রজানন্দ-রা। ভারতের সোনা জয়ের বিষয়ে সবচেয়ে বড় কাঁটা ছিল চিন। অঙ্কের বিচারে ভারতের পরেই সোনা জয়ের সম্ভাবনা ছিল চিনের। কিন্তু স্লোভানিয়াকে হারিয়ে সোনা নিশ্চিত করল ভারতীয় পুরুষ দল। এর আগে দাবা অলিম্পিয়াডে দুবার ব্রোঞ্জ জিতেছিল বারত। বিশ্বনাথন আনন্দের সময়েও কখনও সোনা আসেনি। কিন্তু এবার এল।

২০১৪ ট্রমসোর নরওয়েতে আয়োজিত দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এরপর ২০২২ চেন্নাই দাবা অলিম্পিয়াডেও ব্রোঞ্জ পায় ভারত। কিন্তু দাবার অলিম্পিকে সোনা অধরাই ছিল। সেটাই এবার করে পেললেন প্রজানন্দরা।

প্রসঙ্গত, দাবা অলিম্পিয়াডে যেসব দেশগুলি সোনা জিতেছে তারা হল- ১) সোভিয়েত ইউনিয়ত (১৮টি), ২) মার্কিন যুক্তরাষ্ট্র (৬টি), ৩) রাশিয়া (৬), ৪) হাঙ্গেরি (৩), ৫) আর্মেনিয়া (৩), ৬) চিন (২টি), ৭) পোল্যান্ড (১টি), ৮) যুগস্লোভিয়া (১টি), ৯) পোল্যান্ড (১টি), ১০) জার্মানি (১টি), ১১) উজবেকিস্তান (১টি) ও ১২) ভারত ((১টি)।

এই প্রথম দাবা অলিম্পিয়াডে সোনা জিতল ভারত

ভারতীয় মহিলা দলের সামনেও এবারের দাবা অলিম্পিয়াড সোনা জয়ের সুযোগ আছে। ফাইনাল রাউন্ডে কাজাকাস্তানকে হারিয়ে সোনা জয়ের সুযোগ থাকবে ভারতীয় মহিলা দাবা দলের।