Harris Rauf Video (Photo Credit: X/Screengrab)

ভারত, পাকিস্তান ম্য়াচ (IND vs PAK Asia Cup 2025) ঘিরে সব সময়ই উত্তেজনা চরমে। আর পহেলগাম হামলা, অপারেশন সিঁদূরের পর ভারত, পাকিস্তান ম্যাচের উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। যার প্রভাব পড়ল এশিয়া কাপে। এবার এশিয়া কাপের ভারত, পাকিস্তান ম্যাচে কার্যত অসভ্যতামি করতে দেখা গেল হারিস রউফকে।

ভারত যখন ব্যাটিং করছে, সেই সময় পাক ক্রিকেটার রউফকে (Harris Rauf) দেখা যায়, ভারতীয় দর্শকদের উত্তেজিত করতে। ভারত, পাকিস্তান ম্যাচের সময় মাঠে দাঁড়িয়ে ভারতীয় দর্শকদের আহমেদবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) কথা মনে করান রউফ।

ভারতীয় দর্শকদের উদ্দেশ্য করে আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার ছবি আঁকতে শুরু করেন রউফ। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি কীভাবে ভেঙ পড়ে, সেই ছবি হাতে এঁকে দেখান রউফ। ভারতীয় দর্শকদের উদ্দেশ্য করে রউফের এই অসভ্যতামির দৃশ্য প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই খেলার মাঝে পাকিস্তানি ক্রিকেটারের এই অসভ্যতামির ভিডিয়ো নিয়ে শুরু হয়ে যায় জোরদার সমালোচনা।

আরও পড়ুন: Sahibzada Farhan Gun Fire Celebration: সেলিব্রেশনে বন্দুক চালানোর ভঙ্গি পাক ওপেনার শাহিবজাদা ফারহানের, জোর বিতর্কে দুবাইয়ে

দেখুন হারিস রউফ কী করলেন ভারতীয় দর্শকদের চটাতে গিয়ে...