Imane Khelif: পুরুষ না মহিলার দ্বন্দ্বের মাঝেই কোন ঘুষি না খেয়েই পদক জেতা নিশ্চিত করলেন ইমানে খেলিফ

লিঙ্গ বিতর্কের মাঝে প্যারিস অলিম্পিকে ৬৬ কেজি বিভাগে মহিলাদের বক্সিংয়ে পদক জেতা নিশ্চিত করলেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ।

Imane Khelif

মহিলাদের বক্সিংয়ে কি পদক জিতে ফেললেন কোনও পুরুষ? লিঙ্গ বিতর্কের মাঝে প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ৬৬ কেজি বিভাগে মহিলাদের বক্সিংয়ে পদক জেতা নিশ্চিত করলেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ (Imane Khelif)। মহিলাদের ৬৬ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইতালির অ্যাঞ্জেলা কারিনির বিরুদ্ধে মাত্র ৪৬ সেকেন্ডে জয়ের পর, খেলিফ এদিন কোয়ার্টার ফাইনালে ৫-০ হারালেন হাঙ্গেরির লুকা অ্যানা হামোরি-কে। বক্সিংয়ে সেমিফাইনালে উঠলেই পদক জেতা নিশ্চিত হয়ে যায়। কারণ বক্সিংয়ে দুটো ব্রোঞ্জ পদক থাকে। সেমিফাইনালে এবার খেলিফের সামনে তাইল্যান্ডের জানজেয়েম সুয়াওয়েন্নাংহেং। তাই পুরুষ না মহিলা এই বিতর্কের মাঝেই পদক জিতে খেলিফ যে আরও আলোচনায় আসতে চলেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

খেলিফকে নিয়ে প্রধান অভিযোগ তিনি আসলে পুরুষ। খেলিফের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক থেকে হ্যারি পটারের লেখিকা জেকে রাওলিং-য়ের মত সেলেবরা। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছিলে, "যে অ্যাথলিটদের পুরুষদের মতো জিনগত বৈশিষ্ট্য আছে, তাঁদের মহিলাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত হয়নি।'

দেখুন খবরটি

তবে খেলিফের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। খেলিফের বাবা যেমন বলছেন, আমার মেয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বক্সার হবে। তাই নিজেকে এমন কটিন বানিয়েছে যে কোনও পুরুষও ওর সামনে দাঁড়াতে ভয় পায়। তার মানে সেটা নয় যে ও পুরুষ। বিশ্ব বক্সিং সংস্থা, অলিম্পিকের আয়োজকরাও জানিয়েছেন, খেলিফ মহিলাদের বক্সিংয়ে অংশ নেওয়ার মত সব যোগ্যতামানেই পাশ করেছেন।