ICC T20 World Cup 2024 Super 8: এবার সুপার এইট পর্বে কোন গ্রুপে কে, ক্রীড়াসূচি, কারা ফেভারিট

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে কোন আটটি দেশ সুপার এইট পর্বে খেলবে তা ঠিক হয়ে গিয়েছে। গত ২ জুন থেকে ২০টি দেশকে নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল গ্রুপ পর্বের খেলা। সেখান থেকে চারটি-র গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলি সুপার এইটে খেলার যোগ্যতাঅর্জন করেছে। আমেরিকা পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান, নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, নামিবিয়া সহ মোট ১২টি দেশ।

Team-India-beat Pakistan Photo CreditL X handle

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে কোন আটটি দেশ সুপার এইট পর্বে খেলবে তা ঠিক হয়ে গিয়েছে। গত ২ জুন থেকে ২০টি দেশকে নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল গ্রুপ পর্বের খেলা। সেখান থেকে চারটি-র গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলি সুপার এইটে খেলার যোগ্যতাঅর্জন করেছে। আমেরিকা পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, নামিবিয়া সহ মোট ১২টি দেশ।

এবার সুপার ৮ পর্বে দুটি গ্রুপে ৪টি করে দলকে রাখা হয়েছে। টিম ইন্ডিয়া সুপার এইটে অপেক্ষাকৃত অনেক সহজ গ্রুপ আছে। সুপার এইট গ্রুপ পর্ব থেকে দুটি দেশ সেমিফাইনালে উঠবে। সেখানে ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়া রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। গ্রুপ ২ হল গ্রুপ অফ ডেথ, সেখানে আছে ফেভারিট দক্ষিণ আফ্রিকা, আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর এবারের বিশ্বকাপে চমক দেওয়া আমেরিকা। গ্রুপ এ থেকে সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে এগিয়ে ভারত ও অস্ট্রেলিয়া। এখানে শুধু দেখার গ্রুপ লিগে ভাল খেলা আফগান-রা কোনও অঘটন ঘটাতে পারেন কি না। বাংলাদেশের কাছে খুব বেশী প্রত্যাশা না থাকাটা সাকিব আল হাসান-দের বিপজ্জনক বানাচ্ছে।

গ্রুপ ২ নিয়ে কেউই ভবিষ্যতবাণী করতে পারছেন না। ফর্মের বিচারে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বিপজ্জনক দল। আর একগাদা ম্যাচ উইনার থাকা ইংল্যান্ড যে ফর্মেই থাকুক যে কোনও অবস্থাতেই ফেভারিট। পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া আমেরিকা সুপার এইট পর্বে কোনও অঘটন ঘটাতে পারে কি না সেটাই দেখার।

এক নজরে টি টিয়োন্টি বিশ্বকাপ ২০২৪-র সুপার এইট পর্ব

সুপার ৮-র গ্রুপ বিন্যাস

গ্রুপ ১- ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ

গ্রুপ ২- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র

সুপার এইটের ক্রীড়াসূচি

১৯ জুন, বুধবার

দক্ষিণ আফ্রিকা বনাম আমেরিকা

অ্যান্টিগা, গ্রুপ ২-র খেলা

(ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু)

২০ জুন, বৃহস্পতিবার

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড

সেন্ট লুসিয়া, গ্রুপ ২-র খেলা

(ভারতীয় সময় সকাল ৬টা থেকে শুরু)

২০ জুন, বৃহস্পতিবার

ভারত বনাম আফগানিস্তান

বার্বাডোজ , গ্রুপ ১২-র খেলা

(ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু)

২১ জুন, শুক্রবার

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ

অ্যান্টিগা, গ্রুপ ২-র খেলা

(ভারতীয় সময় সকাল ৬টা থেকে শুরু)

২১ জুন, শুক্রবার

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

সেন্ট লুসিয়া, গ্রুপ ২-র খেলা

(ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু)

২২ জুন, শনিবার

ওয়েস্ট ইন্ডিজ বনাম আমেরিকা

বার্বাডোজ , গ্রুপ ২-র খেলা

(ভারতীয় সময় সকাল ৬টা থেকে শুরু)

২২ জুন, শনিবার

ভারত বনাম বাংলাদেশ

অ্যান্টিগা, গ্রুপ ১-র খেলা

(ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু)

২৩ জুন, রবিবার

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান

কিংস্টন-সেন্ট ভিনসেন্ট , গ্রুপ ১-র খেলা

(ভারতীয় সময় সকাল ৬টা থেকে শুরু)

২৩ জুন, রবিবার

ইংল্যান্ড বনাম আমেরিকা

বার্বাডোজ, গ্রুপ ২-র খেলা

(ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু)

২৪ জুন, সোমবার

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (গ্রুপ ২)

অ্যান্টিগা, গ্রুপ ২-র খেলা

(ভারতীয় সময় সকাল ৬টা থেকে শুরু)

২৪ জুন, সোমবার

ভারত বনাম অস্ট্রেলিয়া

গ্রস আইলেট, সেন্ট লুসিয়া, গ্রুপ ১-র খেলা

(ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু)

২৫ জুন, মঙ্গলবার

বাংলাদেশ বনাম আফগানিস্তান

সেন্ট ভিনসেন্ট, গ্রুপ ১-র খেলা

(ভারতীয় সময় সকাল ৬টা থেকে শুরু)

সেমিফাইনাল

২৭ জুন, বৃহস্পতিবার

প্রথম সেমিফাইনাল

ত্রিনিদাদ

(ভারতীয় সময় সকাল ৬টা থেকে শুরু)

দ্বিতীয় সেমিফাইনাল

(ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু)

ফাইনাল

২৯ জুন, শনিবার

ব্রিজটাউন

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু

(সব কটি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। ডিজনি+হটস্টারে বিনামূল্যে দেখা যাবে খেলা)। টিম ইন্ডিয়ার সব কটি ম্যাচই ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে।