Lionel Messi Wants To Return To Barcelona: PSG ছেড়ে প্রিয় ক্লাব বার্সায় ফিরতে মরিয়া মেসি, কেন জানেন?
দু’দশক ধরে টানা খেলেছেন যে ক্লাবের হয়ে তাকে মিস করছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi)। তাই তো এবারের খেলা শেষ হলে প্যারিস সেন্ট জার্মেইন (PSG) ছেড়ে তিনি পরিবারের সঙ্গে বার্সেলোনায় ফিরে যেতে চান।
দু’দশক ধরে টানা খেলেছেন যে ক্লাবের হয়ে তাকে মিস করছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi)। তাই তো এবারের খেলা শেষ হলে প্যারিস সেন্ট জার্মেইন (PSG) ছেড়ে তিনি পরিবারের সঙ্গে বার্সেলোনায় ফিরে যেতে চান। টেকনিকাল ডিরেক্টরস ভূমিকায় লা লিগা ক্লাবকে সাহায্য করতে চান মেসি। পিএসজিতে বার্সার মেসিকে না পেয়ে অনেকেই ভাবছেন, ফ্রান্সে সুখে নেই মেসি। ফ্রান্স নিজেকে মানিয়ে নিতে পারছেন না। একই সঙ্গে মেসির সহধর্মিণী আন্তেনেল্লো রোকুজ্জো প্যারিসে সুখী নন। তিনি বার্সেলোনায় ফিরে যেতে চান। বিষয়টি নিয়ে নাকি ইতিমধ্যে স্বামী মেসির কাছে আবদার করেছেন। তাঁদের তিন সন্তানও নানান অস্বস্তিতে আছে। আরও পড়ুন-Katarzyna Kobro Google Doodle: ভাস্কর কাতারতিনা কোবরোর ১২৪-তম জন্মদিনে গুগলের ডুডল
কারণ স্প্যানিশ ছেড়ে নতুন করে ফরাসি ভাষা শিখতে হচ্ছে। এখনও সেই ভাষায় সড়গড় হয়ে উঠতে পারেনি তারকা ফুটবলারের ছেলেমেয়েরা। তাই প্রায় নিমরাজি হয়েই তাদের ফ্রান্সে থাকতে হচ্ছে। মেসি নিজেও সেভাবে মানিয়ে নিতে পারছেন না। ২১ বছর বার্সায হয়ে খেলেছেন তিনি। যখন ক্লাব ছাড়লেন তখন চোখের জলে সকলে তাঁকে বিদায় জানিয়েছিল। এদিকে বার্সেলোনা থেকেও মেসিকে ফিরে পাওয়ার একটা আকুতি দেখা যাচ্ছে। কারণ বার্তেমেউ, লাপোর্তা, কোম্যানের কেউ-ই নেই এখনকার বার্সেলোনায়। অন্যদিকে বার্সার নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন মেসির এক সময়ের সতীর্থ জাভি হার্নান্দেজ। ক্লাবটিতে ফুটবলার হিসেবেই ফিরেছেন মেসির আরেক বন্ধু দানি আলভেজ।
বলাবাহুল্য, জাভি হার্নান্দেজ ও দানি আলভেজ চাইছেন মেসি ফিরে আসুক পুরোনো জায়গায়। তবে বার্সার পক্ষে মেসিকে সম্মান দক্ষিণা দিয়ে ফিরিয়ে আনাটা প্রায় অসম্ভব। তবুও অনুরাগীর আশা। করছেন মেসি ফিরবেন তাঁর পুরোনো প্রিয় বার্শেলোনায়।