Mohun Bagan Semifinal Tickets: কীভাবে অনলাইনে কিনবেন মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনালের টিকিট?

দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্যাচের টিকিট এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অফলাইন টিকিট নিয়ে কোনও তথ্য নেই। যদি এই বিষয়ে কোনও তথ্য থাকে তবে আমরা অফলাইন টিকিটগুলি কোথায় অ্যাক্সেস করতে পারবেন সে সম্পর্কে বিশদ আপডেট করব। নীচে অনলাইনে কেনার পদ্ধতি জানানো হল-

Mohun Bagan Super Giant Fans with Banner (Photo Credit: MBSG/ X)

Mohun Bagan Semifinal Tickets: শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League 2024-25) নিয়মিত লিগ পর্ব। এবার ১৩টি দলের লিগের লড়াই শেষে শুরু হতে চলেছে প্লে-অফের পর্ব। লিগ পর্বের সমস্ত ম্যাচের পরে সেরা ছয়টি দল প্লে-অফে জায়গা করে নিয়েছে। তবে শীর্ষ দুটি দল সেমিফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছে। পথ সুরক্ষিত করে। লীগ পর্বের পরে টেবিলের শীর্ষে থেকে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) লিগ শিল্ড জিতেছে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। শুধু তাই নয়, গত মাসে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ২০২৪-২৫ প্লে অফের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম দল হয়ে উঠেছে। সেই হিসেবে এবার আগামী ৩ এপ্রিল এবং ৭ এপ্রিল দুই লেগে সেমিফাইনালের লড়াইয়ে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। RCB vs KKR IPL 2025 Ticket Booking: অনলাইন এবং অফলাইনে কীভাবে কিনবেন আরসিবি বনাম কেকেআর ম্যাচের টিকিট

অনলাইনে বিক্রি শুরু মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনালের টিকিট

মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনালের টিকিট কোথায় এবং কীভাবে কিনবেন?

মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী কে হতে চলেছে সেটা এখনও ঠিক হয়নি। আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে নকআউটের পালা। এর মধ্যে ৩০ মার্চ শিলংয়ে আয়োজিত নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচের জয়ী দল মোহনবাগানের মুখোমুখি হবে। যেহেতু এখনও ফলাফল আসতে সময় আছে তাই ৩ এপ্রিল মোহনবাগানের প্রথম লেগের ম্যাচের ভেন্যু এখনও জানা যায়নি। তবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্যাচের টিকিট এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অফলাইন টিকিট নিয়ে কোনও তথ্য নেই। যদি এই বিষয়ে কোনও তথ্য থাকে তবে আমরা অফলাইন টিকিটগুলি কোথায় অ্যাক্সেস করতে পারবেন সে সম্পর্কে বিশদ আপডেট করব। নীচে অনলাইনে কেনার পদ্ধতি জানানো হল-

BookMyShow অ্যাপ অথবা ওয়েবসাইটে যান এবং মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনালের টিকিট অনলাইনে বুক করার অপশনে সরাসরি এই SEMI-FINAL - 2 MBSG vs WO KNOCKOUT 2  লিঙ্কে ক্লিক করুন।

-টিকিটের দাম আপনার কম্পিউটার/ ফোনের স্ক্রিনে চলে আসবে। এই ম্যাচের টিকিটের মিনিমাম দাম ২০০ টাকা। আসন এবং স্ট্যান্ডের পছন্দের উপর ভিত্তি করে টিকিটের দাম ৪০০০ টাকা পর্যন্ত যাবে।

-টিকিট সিলেক্ট করুন।

-প্রয়োজনীয় তথ্য দিন।

-পেমেন্ট করুন।

-বুকিং সম্পর্কে কনফার্মেশন মেসেজ পাওয়ার পর আপনার টিকিট বুকিং সম্পূর্ণ হয়ে যাবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement