আজ এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ফিরতি বড় ম্যাচ। ম্যাচের প্রথমেই ১৫ গোল পায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোলদাতা রয় কৃষ্ণ। প্রথম পর্বের কলকাতা ডার্বিতে এটিকে-মোহনবাগান বাজিমাত করে ২-০ গোলে। ম্যাচের ৪১ মিনিটে তিরির আত্মঘাতী গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে বাজীমাৎ করে ইস্ট বেঙ্গল। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস ও জাভি হার্নান্ডেজের গোলে জেতে এটিকে মোহনবাগান। অপরদিকে লাল-হলুদ শিবিরের পক্ষে একমাত্র গোলটি করে তিরি।
এরপর চেষ্টা চালিয়ে যান লাল-হলুদ ফুটবলাররা। কিন্তু গোলে পরিণত করতে ব্যর্থ হন তাঁরা। ম্যাচের ৪১ মিনিটে তিরির আত্মঘাতী গোলে ১ গোল করে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। আইএসএলের দ্বিতীয় দফার ডার্বিতেও এসসি ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান।
আরও পড়ুন, মাদক-সহ গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, উদ্ধার ১০০ গ্রাম কোকেন
একের পর এক আক্রমণ শানাতে থাকে এটিকে মোহনবাগান। যদিও গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি তারা। তবে । শুক্রবার সন্ধের বড়ম্যাচে ৩-১ গোলে জিতল অ্যান্তোনিও হাবাসের দল। প্রথম লেগের ম্যাচেও জিতেছিল এটিকে মোহনবাগান। সেবার খেলার ফলাফল ছিল ২-২।