Top Unsold Players in IPL: আইপিএলে নিলামে তারকা ক্রিকেটার যাদের কিনল না কেউ
তবে ২০২৪ সালের আইপিএল নিলামেও কিছু তারকা ক্রিকেটারদের বড় অঙ্কের দর পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তা উপেক্ষা করে। কেউ কেউ আবার একবার নয়, দু'বার অবিক্রীত থেকেছেন
মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে রেকর্ড ভেঙেছে অনেক। অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) ও প্যাট কামিন্স (Pat Cummins) চলতি বছরের নিলামে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের কাছ থেকে যথাক্রমে ২৪.৭৫ কোটি ও ২০.৫০ কোটি টাকার রেকর্ড দর পেয়েছেন। ড্যারিল মিচেলের (Daryl Mitchell) মতো বিশ্বকাপের অন্যান্য নায়কদেরও পুরস্কৃত করা হয়েছে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার চেন্নাই সুপার কিংসের সাথে ১৪ কোটি টাকার চুক্তিতে যোগ দিয়েছেন। রাতারাতি কোটিপতি হওয়ার পর বেশ কয়েকজন আনক্যাপ্টেড ক্রিকেটারও হঠাৎ করেই বিশেষজ্ঞ ও ক্রিকেটপ্রেমীদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছেন। তবে ২০২৪ সালের আইপিএল নিলামেও কিছু তারকা ক্রিকেটারদের বড় অঙ্কের দর পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তা উপেক্ষা করে। কেউ কেউ আবার একবার নয়, দু'বার অবিক্রীত থেকেছেন। একনজরে সেই তালিকা দেখে নেওয়া যাক। IPL All Squads 2024: নিলামের পর একনজরে আইপিএল দলের খেলোয়াড়ের তালিকা
ফিল সল্ট- আইপিএল নিলামের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গ্রেনাডায় মাত্র ৫৬ বলে ফিল সল্টের অপরাজিত ১০৯ রানের ইনিংসে তাঁকে নিয়ে বেশ আলোচনা হয়, এমনকি গতকাল নিলামে কোনো দলে জায়গা না পাওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফের শতক করেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি মরসুমে সল্টের রান খুব একটা খারাপ ছিল না। তিনি ১৬৩.৯১ স্ট্রাইক রেটে ২১৮ রান সংগ্রহ করেন।
জশ হ্যাজেলউড- সম্প্রতি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে যে ধরনের পারফরম্যান্স তারা দেখিয়েছে, তাতে এবারের নিলামে অস্ট্রেলিয়ার পেসাররাই সবচেয়ে বড় আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছিল। সেই তালিকায় ছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। কিন্তু বাকি দুজন আইপিএলে সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়লেও জায়গা হয়নি হ্যাজেলউডের। নিলামের আগের দিন অবশ্য হ্যাজেলউড ইঙ্গিত দিয়েছিলেন, সন্তানের জন্মের কারণে মার্চ-এপ্রিল মাস তিনি থাকছেন না, মে মাস থেকেই পাওয়া যাবে।
জশ ইংলিস- আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ নায়কদের মধ্যে আরও একজনের বড় অঙ্কের টাকা পাওয়ার আশা ছিল, ২ কোটি টাকার বেস প্রাইসে ইংলিসের নাম ঘোষণার সময় ফ্র্যাঞ্চাইজিগুলো দুই রাউন্ডেই তাঁকে উপেক্ষা করে। বিশ্বকাপে অজিদের খারাপ শুরুর পর অ্যালেক্স ক্যারির জায়গায় দলে আসেন ইংলিস। সম্প্রতি বিশাখাপত্তনমে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র ৫০ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
রিজা হেনড্রিক্স- ভারতের বিপক্ষে সম্প্রতি দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ২৭ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রিজা হেনড্রিক্স। তাঁর ইনিংসে এক ওভার বাকি থাকতেই লক্ষ্য তাড়া করে প্রোটিয়ারা। অনেকের কাছে এটা ছিল সময়োপযোগী এক ইনিংস যা অনেক ফ্র্যাঞ্চাইজি প্রধানের দৃষ্টি আকর্ষণ করত। তবে দুই রাউন্ডে হেনড্রিক্সের নামে কেউ উৎসাহ দেখায়নি।
স্টিভ স্মিথ- অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন স্মিথও রয়েছেন বাতিলের তালিকায়। অতীতে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও রাজস্থান রয়্যালসের মতো দলকে নেতৃত্ব দেন স্মিথ। তিনি ব্যাট হাতে বেশ নির্ভরযোগ্য, ২০২২-২৩ মড়সুমে বিগ ব্যাশ লীগে ৫টি ম্যাচে ৩৪৬ রান করেন যেখানে তার ব্যাটিং গড় ছিল ৮৬.৫০ ও স্ট্রাইক রেট ছিল ১৭৪.৭৫।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)