Shreyas Iyer Injury: বাড়ল কেকেআরের চিন্তা, পিঠের চোটে রঞ্জি ফাইনালে ফিল্ডিং করছেন না শ্রেয়স

সূত্রের খবর অনুসারে, একই পিঠের চোট যা আরও বেড়েছে যা একদম ভালো নয়। আইপিএলের প্রথম ম্যাচগুলো মিস করার শঙ্কায় আছেন তিনি

Shreyas Iyer (Photo Credit: @Sharjeel0208/ X)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) প্রথম পর্বে খেলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, আইয়ারের পুরানো পিঠের চোট আবার তাঁকে কষ্ট দিচ্ছে, উল্লেখ্য এই চোটের তিনি গত বছর অস্ত্রোপচার করান। এই খবর দলের অন্যতম সেরা ব্যাটসম্যান কেকেআর ও আইয়ারের জন্য এটা মোটেও ভাল নয়। রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক দিন গুরুত্বপূর্ণ কারণ ম্যানেজমেন্ট তার অগ্রগতির উপর নিবিড় নজর রাখবে। ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সূত্রের খবর অনুসারে, একই পিঠের চোট যা আরও বেড়েছে যা একদম ভালো নয়। আইপিএলের প্রথম ম্যাচগুলো মিস করার শঙ্কায় আছেন তিনি। Rishabh Pant Totally Fit And Fine: একবছরের বিরতি শেষে মাঠে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ, অনুশীলনে বড় শট দেখে উল্লসিত ক্রিকেট ভক্তরা (দেখুন ভিডিও)

সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন তিনি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন যে এই চোট তাকে আবার সমস্যায় ফেলেছে। আইয়ার বর্তমানে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলমান রঞ্জি ট্রফি ২০২৪ ফাইনাল খেলছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করা মুম্বইয়ের এই ব্যাটার প্রথম ইনিংসে মাত্র সাত রান করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে নিজের ফর্ম খুঁজে পেয়ে ১১১ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।



@endif