IPL Auction 2025 Live

IPL Auction 2024: দেখুন, আইপিএল নিলামের ১ কোটি বেস প্রাইসের তালিকায় নেই কোনো ভারতীয়

নিলামে ১ কোটির বেস প্রাইসে কোনো ভারতীয় ক্রিকেটারের নাম নেই, এর আগে ১.৫ কোটির তালিকাতেও কোনো ভারতীয়কে দেখা যায়নি

Rovman Powell (Photo Credit: @talksports45/ X)

প্রতি বছর ভারত ও বিশ্ব ক্রিকেটপ্রেমীদের জন্য আইপিএলের নিলামই প্রথম উত্তেজনার সৃষ্টি করে। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু প্রতীক্ষিত নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। গত বছর নিলামের লড়াইয়ে স্যাম কারানকে ১৮.৫০ কোটি টাকায় কিনে নেয় পঞ্জাব কিংস, যা কিনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। এইবছর মোট ১৪টি দেশের ৩৩৩ জন ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। যার মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামের তালিকায় সহযোগী সদস্য দেশগুলোর দু'জন খেলোয়াড়ও রয়েছেন। নিলামে ১ কোটির বেস প্রাইসে কোনো ভারতীয় ক্রিকেটারের নাম নেই, এর আগে ১.৫ কোটির তালিকাতেও কোনো ভারতীয়কে দেখা যায়নি। কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে বেশি ১২ জন ক্রিকেটারের জায়গা খালি রয়েছে তাই তাঁদের উৎসাহ হবে সবচেয়ে বেশী। অন্যদিকে, ৩৮.১৫ কোটি টাকার সবচেয়ে বড় বাজেটে কিন্তু রয়েছে গুজরাত টাইটান্সের। IPL Auction 2024: আইপিএল নিলামে ১.৫ কোটির বেস প্রাইজ রয়েছে যাদের

দেখুন ১ কোটি বেস প্রাইজের তালিকা

-রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

-ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)

- আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)

- অ্যাস্টন টার্নার (অস্ট্রেলিয়া)

- মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)

- ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা)

- স্যাম বিলিংস (ইংল্যান্ড)

- গাস অ্যাটকিনসন (ইংল্যান্ড)

- কাইল জেমিসন (নিউজিল্যান্ড)

- রাইলি মেরেডিথ (অস্ট্রেলিয়া)

- অ্যাডাম মিলনে (নিউজিল্যান্ড)

- ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা)

- ডেভিড উইজ (নামিবিয়া)