South Africa National Cricket Team vs Pakistan National Cricket Team, 2nd T20I Live Streaming: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ডারবানের কিংসমিডে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১১ রানে সামান্য ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সিরিজের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান করে। যেখানে ডেভিড মিলার ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন জর্জ লিন্ডে, যিনি ২৪ বলে ৪৮ রান করেন। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন আবরার আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি। রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারের শুরুতেই কোনো রান না করেই বিদায় নেন বাবর আজম। অধিনায়ক মহম্মদ রিজওয়ান ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেও তা পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট ছিল না। এই দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বড় জয় নিয়ে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ জিতে নিতে চাইবে তারা। Jason Gillespie Resigns: পাকিস্তানের দুর্দশা বাড়িয়ে টেস্ট কোচিং থেকে পদত্যাগ করলেন জেসন গিলেস্পি
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান
🟢🟡Match Day
Our Proteas will be looking to make it back-to-back wins tonight against Pakistan, in the 2nd match of the KFC T20i Series!👊🇿🇦🏏
Get your tickets on https://t.co/qMKjaITfWt!🎟️
📺Watch all the action on SuperSport Channel 201 and SABC Plus!#WozaNawe… pic.twitter.com/LUFr5IIKUV
— Proteas Men (@ProteasMenCSA) December 13, 2024
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ রিজা হেন্ড্রিক্স, র্যাসি ভ্যান ডার ডুসেন, ম্যাথু ব্রেটজকে, ডেভিড মিলার, হেনরিচ ক্লাসেন (অধিনায়ক) ডোনোভান ফেরেইরা, জর্জ লিন্ডে, অ্যান্ডিল সিমেলেন, নাকাবায়োমজি পিটার, কোয়েনা মাফাকা, ওটনেল বার্টম্যান, দায়ান গ্যালিয়াম, তাবরিজ শামসি, প্যাট্রিক ক্রুগার, রায়ান রিকেলটন।
পাকিস্তান স্কোয়াডঃ মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, সাইম আইয়ুব, উসমান খান, তাইয়াব তাহির, শাহিন আফ্রিদি, ইরফান খান, আব্বাস আফ্রিদি, সুফিয়ান মুকিম, হারিস রউফ, আবরার আহমেদ, সলমন আগা, ওমর ইউসুফ, জাহানদাদ খান, মোহাম্মদ হাসনাইন।
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ?
১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion) আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টি২০ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা (JioCinema) অ্যাপে।