South Africa National Cricket Team vs Pakistan National Cricket Team, 1st Test Live Streaming: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন। সেঞ্চুরিয়ন পার্কে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় দক্ষিণ আফ্রিকার দুরন্ত পারফরম্যান্স ছিল ডেন প্যাটারসনের। তিনি প্রোটিয়াদের হয়ে ৬১ রান দিয়ে ৫ উইকেট নেন। যারা ফলে পাকিস্তান ২১১ রানে অলআউট হয়ে যায়। গতকাল টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর পর কামরান গুলাম ৭১ বলে ৫৪ রান করে পাকিস্তানকে নেতৃত্ব দেন। আমির জামাল ও মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে ২৮ ও ২৭ রান তুললেও পাকিস্তান মোমেন্টাম পেতে হিমশিম খায়। এরপর দক্ষিণ আফ্রিকা স্টাম্পে ৮২-৩ স্কোরে ফিরে যায়। আজ ব্যাট করতে নামবেন এইডান মার্করাম এবং টেম্বা বাভুমা। Kamran Gulam Abuses Kagiso Rabada: বক্সিং ডে টেস্টে কাগিসো রাবাডাকে গালি দিলেন কামরান গুলাম, দেখুন ভাইরাল ভিডিও
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান
Time to switch up the formats once again!🔄
The Proteas turn their attention to the red-ball format, with the aim of continuing their superb vein of form and securing a spot in the WTC Final next year!🏏🏆🌍
To purchase your tickets, go to https://t.co/qMKjaITfWt! 🎟️#WozaNawe… pic.twitter.com/ZJbxuxPKBp
— Proteas Men (@ProteasMenCSA) December 23, 2024
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
২৭ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion) আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা (JioCinema) অ্যাপে।