PAK vs NZ T20I Series 2023 (Photo Credit: @BLACKCAPS/ X)

আজ ১২ জানুয়ারি শুক্রবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। অকল্যান্ডের ইডেন পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাবর আজম (Babar Azam) টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) নেতৃত্বে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও সায়েম আইয়ুব (Saim Ayub) পছন্দের ওপেনার হিসেবে তালিকায় থাকায় বাবরকে ওপেনার হিসেবে পাওয়া যাবেনা। ফখর জামান (Fakhar Zaman) দলে থাকলেও তাঁর মিডল অর্ডারে ব্যাট করার সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করা আমির জামালও (Aamer Jamal) দলে থাকছেন। এছাড়া পাকিস্তানের দলে রয়েছেন শাহীন, হারিস রউফ (Haris Rauf), মহম্মদ ওয়াসিম জুনিয়র (Mohammad Wasim Jr.) ও জামান খান (Zaman Khan)। মিডল অর্ডারে থাকছেন আজম খান (Azam Khan) ও ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed)। অন্যদিকে নিউজিল্যান্ড দলে রয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson), যিনি এই সিরিজে চারটি ম্যাচ খেলবেন। Mohammed Rizwan: আফ্রিদির ডেপুটি রিজওয়ান, টি২০-তে নতুন শুরু পাকিস্তানের

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: বাবর আজম, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, আজম খান, ইফতিকার আহমেদ, আমির জামাল, মহম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, উসামা মীর, জামান খান/ মহম্মদ ওয়াসিম জুনিয়র।

কবে, কোথায় আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম টি-২০ ম্যাচ?

১২ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে (Eden Park, Auckland) আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম টি-২০ ম্যাচ।

কখন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম টি-২০ ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১টা ৪০মিনিটে।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম টি-২০ ম্যাচ

সরাসরি টিভিতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম টি-২০ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম টি-২০ ম্যাচ

সরাসরি অনলাইনে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, প্রথম টি-২০ ম্যাচ দেখতে পাবেন Amazon Prime Video অ্যাপে।