Nafees Iqbal Suffers Brain Hemorrhage: মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাকা হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রাক্তন ব্যাটার নাফিস ইকবাল

বিসিবি পরিচালক জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজার মতো খেলোয়াড়রা নাফীসকে দেখতে ঢাকার হাসপাতালে যান

Nafees Iqbal (Photo Credit: BCB/ X)

চট্টগ্রামে মস্তিষ্কে রক্তক্ষরণের (Brain Hemorrhage) কারণে বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ব্যাটার নাফিস ইকবালকে (Nafees Iqbal) ঢাকার একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তামিম ইকবালের ভাই নাফিসকে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। ESPNCricinfo-এর খবর অনুসারে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করা নাফিস গত কয়েকদিন ধরেই মাথাব্যথায় ভুগছিলেন বলে জানা গেছে। গত শুক্রবার দলের বাকি সদস্যদের সঙ্গে দেশে ফেরেন তিনি। হাসপাতালের বাইরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, নাফিস শঙ্কামুক্ত হলেও পুরোপুরি সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। তিনি বলেন, 'বিশেষজ্ঞরা আমাদের জানিয়েছেন, নাফিস সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিসে ভুগছেন। তার মস্তিষ্কের ওই অংশে রক্ত জমাট বেঁধেছে। তিনি এখন স্থিতিশীল আছেন।' Shakib-Al-Hasan, IND vs BAN: ভারত সফরে অংশগ্রহণ অনিশ্চিত বাংলাদেশ অলরাউন্ডার সাকিব-আল-হাসানের

তিনি আরও যোগ করেন, ' তার প্যারামিটারগুলো ভালো। তিনি এখানে আরও কিছুদিন থাকবেন। তারা বলেছে যে যদি এটি আরও খারাপ না হয় তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। প্রথম দিন তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। শিগগিরই তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে, তবে এসব কাজ করতে কয়েক সপ্তাহ সময় লাগবে।' বিসিবি পরিচালক জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজার মতো খেলোয়াড়রা নাফীসকে দেখতে ঢাকার হাসপাতালে যান। নাফিস বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খানের ভাইপো। গত দুই বছর ধরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করছেন নাফিস। ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন তিনি। চট্টগ্রামের প্রথম শ্রেণির ক্রিকেটার নাফিস বিভাগের হয়ে ১২০ ম্যাচ খেলেছেন।