IPL MVP Awards: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল, এক নজরে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স অ্যাওয়ার্ড জেতা ক্রিকেটারদের তালিকা

করোনার আবহে এবার আইপিএল (IPL 2020) হচ্ছে বিদেশের মাটিতে। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) হবে আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। প্রতিটি দলই নিজেদের সেরা দল গড়েছে। প্রতিটি দলই রয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাই জিততে মরিয়া সবাই, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। গতবার ফাইনালেও মুখোমুখি হয়েছিল মুম্বই ও চেন্নাই। সেবার ধোনির দলকে ১ রানে হারিয়ে চতুর্থবার আইপিএল শিরোপা ঘরে তুলেছিল রোহিত শর্মারা।

Virat Kohli, Andre Russell and Glenn Maxwell (Photo Credits: Facebook)

করোনার আবহে এবার আইপিএল (IPL 2020) হচ্ছে বিদেশের মাটিতে। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) হবে আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। প্রতিটি দলই নিজেদের সেরা দল গড়েছে। প্রতিটি দলই রয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাই জিততে মরিয়া সবাই, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। গতবার ফাইনালেও মুখোমুখি হয়েছিল মুম্বই ও চেন্নাই। সেবার ধোনির দলকে ১ রানে হারিয়ে চতুর্থবার আইপিএল শিরোপা ঘরে তুলেছিল রোহিত শর্মারা।

আইপিএল চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ওই দিন হবে ফাইনাল। ৩ নভেম্বর পর্যন্ত হবে গ্পুপ পর্যায়ে খেলা। গ্রুপ পর্য়ায়ে শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। আজ দেখে নিন চলুন গত মরসুম পর্যন্ত কোন কোন খেলোয়াড় আইপিএল-র মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স অ্যাওয়ার্ড (MVP Awards) জিতেছেন। আরও পড়ুন: IPL Winners List: শনিবার শুরু আইপিএল, দেখে নিন গত মরশুম পর্যন্ত কোন দল কতবার শিরোপা জিতেছে

Season Player Team
2008  Shane Watson (RR)
2009  Adam Gilchrist (DC)
2010  Sachin Tendulkar (MI)
2011  Chris Gayle (RCB)
2012  Sunil Narine (KKR)
2013  Shane Watson (RR)
2014  Glenn Maxwell (KXIP)
2015  Andre Russell (KKR)
2016  Virat Kohli (RCB)
2017  Ben Stokes (RPS)
2018  Sunil Narine (KKR)
2019  Andre Russell  (KKR)

গোটা টুর্নামেন্টের সবচেয়ে সেরা খেলোয়াড়কে দেওয়া হয় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স অ্যাওয়ার্ড। ব্যাটে ও বলে দুরত্ব পারফর্ম করলেই মেলে এই পুরস্কার। ২০১৩ সালে এই পুরস্কার চালু হয়। প্রথমবার এই পুরস্কার জেতেন শেন ওয়াটসন। ২০১৩ সালের আগে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নামে পরিচিত ছিল এই পুরস্কার। ২০০৮ সালে শেন ওয়াটসন এই পুরস্কারও প্রথম পান। এখনও পর্যন্ত ৯ জন খেলোয়াড় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স অ্যাওয়ার্ড জিতেছেন।