IPL All Squads 2024: নিলামের পর একনজরে আইপিএল দলের খেলোয়াড়ের তালিকা
আইপিএল ২০২৪-এর নিলামে ১৩টি দেশের মোট ৩৩২ জন খেলোয়াড় অংশ নেয়
মঙ্গলবার দুবাইয়ে আইপিএল ২০২৪ নিলামে মিচেল স্টার্ক আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন, কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ান পেসারের সেবা কিনেছে। প্রসঙ্গত, আইপিএল ২০২৪-এর নিলামে প্রথমবার ২০ কোটির মাইলফলক অতিক্রম করেছেন দুই ক্রিকেটার। স্টার্কের আগে তার অজি সতীর্থ প্যাট কামিন্সকে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০.৫০ কোটি টাকায় কিনে নেয়। আইপিএল ২০২৪-এর নিলামে ১৩টি দেশের মোট ৩৩২ জন খেলোয়াড় অংশ নেয়। এর মধ্যে ২১৬ জন ভারতীয়। খেলোয়াড় ধরে রাখা, রিলিজ এবং ট্রেডের পরে, ৩০ টি বিদেশী খেলোয়াড় কোটা সহ সর্বাধিক ৭৭ টি স্লট আইপিএল ২০২৪ নিলামে কেনার পরিকল্পনা করা হয়। তবে নিলামের সময় ৭২ জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়, কেবল কেকেআর ২৩ এবং রাজস্থান রয়্যালস ২২ জন করে ক্রিকেটার নিয়ে তাদের ২৫ জন খেলোয়াড়ের পুরো কোটা পুরন না করার সিদ্ধান্ত নেয়। Top Buys in IPL Auction 2024: আইপিএল নিলামের দামী শীর্ষ দশে রয়েছেন কারা, দেখুন তালিকা
দেখুন আইপিএলের সমস্ত স্কোয়াড
চেন্নাই সুপার কিংস- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মঈন আলী, দীপক চাহার, ডেভন কনওয়ে, তুষার দেশপান্ডে, শিবম দুবে, রুতুরাজ গায়কওয়াড়, রাজবর্ধন হাঙ্গারগেকার, রবীন্দ্র জাদেজা, অজয় মণ্ডল, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, আজিঙ্কা রাহানে, শাইক রশিদ, মিচেল স্যান্টনার, সিমরজিৎ সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহীশ থিকসানা, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভী, মুস্তাফিজুর রহমান, অবনীশ রাও আরাভেলি।
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা, দেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকার, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমারিও শেফার্ড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ান তুশারা, নমন ধীর, আনশুল কাম্বোজ, মহম্মদ নবী, শিবালিক শর্মা।
দিল্লি ক্যাপিটালস- ঋষভ পন্থ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ভিকি ওস্টওয়াল, পৃথ্বী শ, এনরিচ নর্টজে, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লুঙ্গি এনগিডি, ললিত যাদব, খলিল আহমেদ, মিচেল মার্শ, ইশান্ত শর্মা, যশ ধুল, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, ত্রিস্তান স্টাবস, রিকি ভুই, কুমার কুশগ্রা, রাশিখ দার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক ছিকার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পাতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, উইল জ্যাকস, মহিপাল লোমরোর, কর্ণ শর্মা, মনোজ ভান্ডেজ, ময়ঙ্ক ডাগার, বিজয়কুমার ভাইশাক, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, যশ দয়াল, টম কারান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং, সৌরভ চৌহান।
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কো জ্যানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভীর সিং, হেনরিচ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক মারকান্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতীশ কুমার রেড্ডি, ফজল হক ফারুখি, শাহবাজ আহমেদ, ট্রাভিস হেড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ঝাথাভেদ সুব্রহ্মণ্যম।
কলকাতা নাইট রাইডার্স- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন, সুয়াশ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, অংক্রিশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফান রাদারফোর্ড, মণীশ পান্ডে, মুজিব ইউর রহমান, গাস অ্যাটকিনসন, সাকিব হুসেন, নীতীশ রানা।
গুজরাট টাইটানস- ডেভিড মিলার, শুভমন গিল (অধিনায়ক), ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকান্দে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশুয়া লিটল, মোহিত শর্মা, আজমতউল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিঞ্জ।
পঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, প্রভসিমরন সিং, জিতেশ শর্মা, সিকন্দর রাজা, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, আথার্ব তাইড়ে, আরশদীপ সিং, নাথান এলিস, স্যাম কারান, কাগিসো রাবাডা, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, হরপ্রীত ভাটিয়া, বিদওয়াথ কাভেরাপ্পা, শিবম সিং, হর্ষল প্যাটেল, ক্রিস ওকস, আশুতোষ শর্মা, বিশ্বনাথ প্রতাপ সিং, শশাঙ্ক সিং, তানয় থায়াগারাজন, প্রিন্স চৌধুরী, রাইলি রুশো।
রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভান ফেরেইরা, কুনাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নভদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা, আবেশ খান, রোভম্যান পাওয়েল, শুভম দুবে, টম কোহলার-ক্যাডমোর, আবিদ মুস্তাক, নান্দ্রে বার্গার।
লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ুশ বাডোনি, কাইল মেয়ার্স, মার্কাস স্টোইনিস, দীপক হুদা, দেবদত্ত পাডিক্কল, রবি বিষ্ণোই, নবীন-উল-হক, ক্রুনাল পান্ডিয়া, যুদ্ধবীর সিং, প্রেরক মানকড়, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মোহসিন খান, কে গৌতম, শিবম মাভি, আরশিন কুলকার্নি, এম সিদ্ধার্থ, অ্যাশটন টার্নার, ডেভিড উইলি, মো. আরশাদ খান।
দেখুন পোস্ট
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)