IPL 2022: অপেক্ষার অবসান, আজই চেন্নাই সুপার কিংস দলে যোগ দিচ্ছেন অলরাউন্ডার মইন আলি

অপেক্ষার অবসান। ভিসা সমস্যা মিটে যাওয়াতে আজই চেন্নাই সুপার কিংস ( Chennai Super Kings) দলে যোগ দিচ্ছেন অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) ফ্র্যাঞ্চাইজি বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে ৩৪ বছর বয়সি ইংল্যান্ডের ক্রিকেটার ভারতে আসার জন্য তাঁর ভিসার কাগজপত্র পেয়ে গিয়েছেন। মইন আলির বাবা মুনির আলি ক্রিকবাজকে বলেছেন, "মইন গতকাল তার কাগজপত্র তুলেছে। বিমান ধরার জন্য প্রস্তুত।"

Moeen Ali. (Photo Credits: ICC Twiiter)

মুম্বই, ২৪ মার্চ: অপেক্ষার অবসান। ভিসা সমস্যা মিটে যাওয়াতে আজই চেন্নাই সুপার কিংস ( Chennai Super Kings) দলে যোগ দিচ্ছেন অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) ফ্র্যাঞ্চাইজি বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে ৩৪ বছর বয়সি ইংল্যান্ডের ক্রিকেটার ভারতে আসার জন্য তাঁর ভিসার কাগজপত্র পেয়ে গিয়েছেন। মইন আলির বাবা মুনির আলি ক্রিকবাজকে বলেছেন, "মইন গতকাল তার কাগজপত্র তুলেছে। বিমান ধরার জন্য প্রস্তুত।"

ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, "মইন আজ সন্ধ্যায় মুম্বই এসে পৌঁছবেন এবং সেখান থেকে সরাসরি তিনি আইসোলেশনে চলে যাবেন।" আরও পড়ুন: Ashleigh Barty Announces Retirement From Tennis: ২৫-এই অবসর নিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি, কিন্তু কেন?

২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।



@endif