India vs New Zealand 4th T20I LIVE Streaming: ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি ২০, কোথায় দেখবেন লাইভ ম্যাচ? কোথায় মিলবে বিনামূল্যে অনলাইনে ম্যাচ দেখার সুযোগ
ফাইল ফোটো (Photo: Twitter)

India vs New Zealand 4th T20I-আজ সিরিজের চতুর্থ টি ২০ ম্যাচে ওয়েলিংটনে মুখোমুখি হচ্ছে ভারত (India) ও নিউজিল্যান্ড (New Zealand)। পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরো নিয়েছে বিরাট কোহলিরা। তিন ম্যাচে পর পর হেরে চাপে রয়েছে ব্ল্যাক ক্যাপসরা। তাই বাকি দুটি ম্যাচ জিতে অন্তত মুখরক্ষা করতে চাইবে তারা। ব্ল্যাক ক্যাপসরা অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম টি-টোয়েন্টিতে বেশ ভালো রান খাড়া করে কোহলিদের চ্যালেঞ্জ জানিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে তারা একেবারে নেতিয়ে পড়ে। একই মাঠে মাত্র ১৩২ রান খাড়া করে তারা। রোহিত শর্মার ব্যাটে ভর দিয়ে ম্যাচ সহজেই জিতে নেয় ভারত।

তবে তৃতীয় ম্যাতে কিউয়িরা একেবারে সমানে সমানে টক্কর দেয়। দুর্দান্ত লড়াই করেও তারা ম্যাচ হেরে যায়। টাই হওয়াতে সুপার ওভারে ম্যাচ যায়। সেখানেই রোহিত শর্মার জোড়া ছয়ের সুবাদে ম্যাচ বের করে নেয় টিম ইন্ডিয়া। সিরিজও পকেটে পুরো নেয় কোহলিরা। আরও পড়ুন: India vs New Zealand 4th T20I LIVE Streaming: When and Where to Watch IND vs NZ in Wellington Match Live Telecast Online

কবে রয়েছে ম্যাচ

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচ আজ অর্থাৎ ৩১ জানুয়ারি খেলা হবে।

কোথায় হবে ম্যাচ

নিউজিল্যান্ডের ওয়েলিংটন স্টেডিয়ামে ভারতীয় সময় বেলা সাড়ে বারোটা থেকে শুরু হবে ম্যাচ।

সরাসরি ম্যাচ দেখবেন কোন চ্যানেলে?

আনুষ্ঠানিকভাবে ম্যাচের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ফলে তাঁদের যেকোনো ভাষার চ্যানেলেই দেখা যাবে লাইভ ম্যাচ। যাদের মধ্যে রয়েছে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ বাংলা, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কানাড়া, স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস হিন্দি ১/এইচডি-তে। এছাড়াও ডি ডি স্পোর্টস-এ দেখা যাবে লাইভ ম্যাচ।

অনলাইনে বিনামূল্যে কোথায় মিলবে লাইভ আপডেট?

আনুষ্ঠানিকভাবে ম্যাচের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ফলে অনলাইনে বিনামূল্যে এই ম্যাচের লাইভ আপডেট দেখতে পারেন 'হটস্টার'-এ। জিও ব্যবহারকারীরাও বিনামূল্যে এই ম্যাচ উপভোগ করতে পারেন।