Ian Botham Falls into Crocodile-Infested River: অস্ট্রেলিয়ায় মাছ ধরতে গিয়ে কুমির ভর্তি নদীতে পড়লেন ইয়ান বোথাম, উদ্ধার করলেন মার্ভ হিউজ

৬৮ বছর বয়সী এই ক্রিকেট আইকন কুমির ও বুল শার্কের জন্য কুখ্যাত এলাকা মোয়েল নদী পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান। সৌভাগ্যক্রমে, হিউজ দ্রুত জলে ঝাঁপিয়ে পড়েন এবং বাকিদের সাহায্যের আগেই বোথামকে নিরাপদে টেনে আনেন। বোথাম তার শরীরে কয়েক জায়গায় আঘাত পেলেও দ্রুত সুস্থ হয়ে ওঠেন

Ian Botham (Photo Credit: @DailyMailUK/ X)

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অ্যাসেজের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী তথা বন্ধু মার্ভ হিউজের (Merv Hughes) সঙ্গে মাছ ধরতে গিয়ে কুমির (Crocodile) ভর্তি নদীতে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন কিংবদন্তি ইংলিশ ক্রিকেটার ইয়ান বোথাম (Ian Botham)। ৬৮ বছর বয়সী এই ক্রিকেট আইকন কুমির ও বুল শার্কের জন্য কুখ্যাত এলাকা মোয়েল নদী পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান। সৌভাগ্যক্রমে, হিউজ দ্রুত জলে ঝাঁপিয়ে পড়েন এবং বাকিদের সাহায্যের আগেই বোথামকে নিরাপদে টেনে আনেন। বোথাম তার শরীরে কয়েক জায়গায় আঘাত পেলেও দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং জানান তিনি এই ঘটনায় বিচলিত হননি। এত বড় একটি দুর্ঘটনা এড়াতে পেরে তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, 'আমি যত তাড়াতাড়ি জলে পড়েছি তত তাড়াতাড়ি জল থেকে উঠে এসেছি। বেশ কয়েকটি চোখ (কুমিরের) আমার দিকে উঁকি দিচ্ছিল। সৌভাগ্যবশত জলে তখন কী আছে তা নিয়ে ভাবার সময় পাইনি।' Alzarri Joseph Banned: অধিনায়ক হোপের সঙ্গে ঝামেলার জেরে দুই ম্যাচে নিষিদ্ধ আলজারি জোসেফ

কুমির ভর্তি নদীতে পড়লেন ইয়ান বোথাম

দ্রুত উদ্ধার করতে নামার জন্য বোথাম হিউজ এবং দলের বাকি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এই ঘটনাটি মাছ ধরার প্রতি বোথামের নেশাকে কমাতে পারেনি। এর আগে এক সাক্ষাৎকারের সময় তিনি বলেছিলেন, 'শুটিং বা গল্ফের চেয়েও বেশি মাছ ধরা আমার সবচেয়ে বড় প্যাশন।' ১৯৮০-এর দশকে অ্যাসেজের সময় বোথাম এবং হিউজ তাদের মাঠের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন। বোথাম বিখ্যাতভাবে হিউজকে এক ওভারে ২২ রান করেন যা সেই সময়ে অ্যাসেজ টেস্টে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড ছিল। ৫৩ টেস্ট কেরিয়ারে ২১২ উইকেট নেওয়া হিউজ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে বোথামের ভালো বন্ধু হয়ে যান এবং সেটি এখনও রয়েছে। আগামী ২২ নভেম্বর পার্থে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া বর্ডার গাভাসকর ট্রফির কমেন্ট্রিতে ফের একসঙ্গে দেখা যাবে তাদের।