Harbour Diamonds vs Murshidabad Kings, Bengal Pro T20 League 2025 Semi Final: হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ (Bengal Pro T20 League 2025)-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ২৭ জুন, কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যার ম্যাচ হিসেবে এই ম্যাচ আয়োজিত হবে। হারবার ডায়মন্ডস শেষ ম্যাচে শ্রাচি রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) হারিয়েছে। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে ডায়মন্ডস ৭ ম্যাচে ৫টি জয় এবং ২টি হার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিগ পর্ব শেষ করে। অন্যদিকে, মুর্শিদাবাদ কিংস শেষ ম্যাচে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স (Adamas Howrah Warriors)-কে ৫ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করা চতুর্থ দল হয়েছে। পয়েন্ট টেবিলে তাদের ঝুলিতে রয়েছে ৭ ম্যাচে ৪টি জয় এবং ৩টি হার। Bengal Pro T20 League 2025 Semifinal Live Streaming: লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল লাইভ স্ট্রিমিং
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫
SEMI-FINALS, HERE THEY COME!
The Kings have roared their way to the Top 4!@murshidabadking are ready to conquer the Campus Bengal ProT20 League!#BPTL2025 #MurshidabadKings #RoadToGlory #SemiFinalBound pic.twitter.com/uMOZEmPSS8
— Bengal Pro T20 League (@bengalprot20) June 26, 2025
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ?
২৭ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ?
হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ঃ০০টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ?
হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ
হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।