Fortune Barishal vs Dhaka Capitals, BPL 2025: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২১তম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল পাঁচ ম্যাচের তিনটিতে জিতে তৃতীয় স্থানে রয়েছে। দলটি মাত্র দুটি ম্যাচ হেরে নামের পাশে ছয় পয়েন্ট নিয়ে রয়েছে। গত ম্যাচে ফরচুন বরিশাল বোর্ডে ১৯৭ রানের বিশাল লক্ষ্য রাখার পরেও তারা তাদের স্কোর রক্ষা করতে ব্যর্থ হয়। অবশেষে রংপুর রাইডার্স তিন উইকেটে ম্যাচটি জিতে যায়। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালস এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে। তানজিদ হাসান এবং লিটন দাসের উদ্বোধনী জুটির জোড়া সেঞ্চুরিতে তারা তাদের দলকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পায়। প্রতিযোগিতা শুরুর পর টানা ছয়টি পরাজয়ে সাত ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। Fortune Barishal vs Dhaka Capital, BPL Dream XI Prediction: ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালের লড়াইয়ে কে এগিয়ে, দেখে নিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের Dream 11
ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস
BPL Prediction: Fortune Barishal vs Dhaka Capitals, 21st Match.
Series: Bangladesh Premier League, 2024-25.
Venue: Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram.
Date & Time: Jan 16, 01:30 PM LOCAL.#cricdiction #bpl #fortunebarishal #DhakaCapitals pic.twitter.com/r9BFUa1Is4
— Cricdiction (@cricdiction) January 16, 2025
ঢাকা ক্যাপিটালস স্কোয়াডঃ তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, থিসারা পেরেরা (অধিনায়ক), রিয়াজ হাসান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, ফারমানুল্লাহ সাফি, মুকিদুল ইসলাম, মুস্তাফিজ রহমান, আমির হামজা, জনসন চার্লস, আলাউদ্দিন বাবু, নজমুল ইসলাম, চতুরঙ্গ ডি সিলভা, আসিফ হাসান, মেহেদী হাসান রানা, শুভম রঞ্জন, স্টিফেন এসকিনাজি, জহুর খান, শাহাদাত হোসেন দীপু, শাহনওয়াজ দাহানি, হাবিবুর রহমান সোহান।
ফরচুন বরিশাল স্কোয়াডঃ তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মহম্মদ নবী, ডেভিড মালান, জেমস ফুলার, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম হাসান, নান্দ্রে বার্গার, রিপন মণ্ডল, আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী, প্রীতম কুমার, ইকবাল হোসেন ইমন।
ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায় এবং বাংলাদেশের সময় ২টোয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।