ENG vs IND Live Streaming (Photo Credit: BCCI/ X)

England National Cricket Team vs India National Cricket Team, 1st Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২১ জুন দ্বিতীয় দিনের ম্যাচে মুখোমুখি হবে ENG বনাম IND। লিডসের হেডিংলেতে (Headingley, Leeds) আয়োজিত হয়েছে এই ম্যাচ। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শুভমন গিল (Shubman Gill) প্রথম দিনে সেঞ্চুরি করেন। যার ফলে ভারতের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রান করেন, ৩ উইকেট হারিয়ে। জয়সওয়াল ১৫৯ বলে ১০১ রান করেন, এবং অধিনায়ক গিল ১৭৫ বলে ১২৭ রানে অপরাজিত। রয়েছেন। সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ১০২ বলে ৬৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস (Ben Stokes) প্রথম দিনে ২ উইকেট নেন, এবং কেএল রাহুলকে (KL Rahul) ফেরান ব্রাইডন কার্সে (Brydon Carse)। Subhman Gill Century: সেঞ্চুরিতে শুরু অধিনায়ক গিলের ইনিংস, উপমহাদেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি শুভমনের

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ ২০২৫

ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্সে, জশ টাং, শোয়েব বশির।

ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?

২১ জুন লিডসের হেডিংলেতে (Headingley, Leeds) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।