Paris Olympics: অলিম্পিকের জন্য নীরজ চোপড়াদের সাড়ে ৮ কোটি টাকা দেবে বিসিসিআই, ঘোষণা জয় শাহর
আগামী ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হতে চলা গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিচ্ছেন ভারতের মোট ১১৭ জন ক্রীড়াবিদ।
নতুন দিল্লি, ২১ জুলাই: BCCI Secretary Jay Shah announced INR 8.5 crores for athletes representing India at the 2024 Paris Olympics. নীরজ চোপড়াদের পাশে বিসিসিআই। আগামী শুক্রবার, ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হতে চলা গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিচ্ছেন ভারতের মোট ১১৭ জন ক্রীড়াবিদ। কুস্তি, ব্যাডমিন্টন, বক্সিং, শ্যুটিং সহ মোট ১৭টি খেলায় অংশ নেবেন দেশের ৬৬ জন পুরুষ ও ৪৬ জন মহিলা অ্যাথলিট। প্যারিস গেমসে অংশ নিতে চলা ভারতীয় দলের পাশে থাকার বার্তা দিয়ে সাড়ে ৮ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল বিসিসিআই। কয়েকশো কোটি টাকার মালিক ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়মাক সংস্থা যে দেশের অন্যান্য খেলাধুলোর পাশে আছে সে বার্তা দিয়ে নীরজ চোপড়া, পিভি সিন্ধুদের জন্য সাড়ে ৮ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন সচিব জয় শাহ।
ভারতীয় খেলাধুলোয় ক্রিকেটাররা যদি সুয়োরানি হন, তাহলে তিরন্দাজি, কুস্তির মত অলিম্পিক খেলাগুলি দুয়োরানিই বলা চলে। আন্তর্জাতিক মঞ্চে সফলতা পেলেও ভারতের অলিম্পিক খেলার ক্রীড়াবিদরা আর্থিক সঙ্কটে ভোগেন।
দেখুন খবরটি
প্রসঙ্গত, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলকে ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই।
আগামী শুক্রবার প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে দেশের পতাকা বহন করবেন দু'বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু ও তারকা টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল। প্যারিস গেমসে টিম ইন্ডিয়ার 'শেফ অফ দ্য মিশন' (Chef-de-Mission) হিসেবে থাকছেন ২০১২ অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী শ্য়ুটার গগণ নারাং।
প্যারিস গেমসে শ্য়ুটিং, ব্যাডমিন্টন, বক্সিং, কুস্তি, হকি থেকে এবার বেশ কয়েকটি পদক আশা করছে ভারতীয় দল। জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ে সোনা জেতার পর, এবারও একই রকম কিছু করে দেখাবেন তা নিয়ে আত্মবিশ্বাসী সবাই। পাশাপাশি তিরন্দাজি, ভারত্তোলন, জুডোয় পদক জেতার আশা করছে ভারত।
টেনিস, টেবিল টেনিস, রোয়িং, গল্ফ, ইকুস্ট্রিয়ানে-এ চমকপ্রদ কিছু হতে পারে বলে আশায় ভারতীয়রা। নীরজ চোপড়ার মত অ্যাথলটিক্সে এবার আরও কয়েকজন ভারতীয় পদক আনবেন বলে মনে করা হচ্ছে। ২০২০ প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দল ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছিল। সেটাই ছিল পাঁচতারা খেলায় ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। ভারতীয় ক্রীড়াবিদদের টোকিও-র ঐতিহাসিক সাফল্যকেও ছাড়িয়ে যাবে প্যারিসের পারফরম্যান্স এমনটাই আশা করছে ১৫০ কোটির দেশ।