BAN A vs NZ A Unofficial Series 2025 (Photo Credits: @lightningspeedk and @thecricketgully/ X)

Bangladesh A vs New Zealand A, 2nd Unofficial Test, Day 2 Live Streaming: বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, আনঅফিসিয়াল টেস্ট (Unofficial ODI) সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৩ মে ঢাকায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হয়েছে এই ম্যাচের তৃতীয় দিন। এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মহম্মদ নাইমের (Mohammad Naim) ৮২ রানের পর অমিতে হাসানের (Amite Hasan) ৬৭ রান এবং অধিনায়ক নুরুল হাসানের (Nurul Hasan) ৪৮ রানের সুবাদে বাংলাদেশ ৩৫৭ রান করে। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মাত্র ১ উইকেট খুইয়ে ১০৪ রান তুলে নেয়। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট নেন খালেদ আহমেদ (Khaled Ahmed)। BAN A vs NZ A, 2nd Unofficial Test, Day 2 Scorecard: ঢাকায় ভালো শুরু নিউজিল্যান্ডের, বাংলাদেশ অলআউট ৩৫৭ রানে; একনজরে স্কোরকার্ড

বাংলাদেশ এ স্কোয়াডঃ মহম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন, আনামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শামিম হোসেন, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, মুস্তাফিজ রহমান।

নিউজিল্যান্ড এ স্কোয়াডঃ রিস মারিউ, ডেল ফিলিপস, ম্যাথু বয়েল, মহম্মদ আব্বাস, নিক কেলি (অধিনায়ক) জশ ক্লার্কসন, মিচেল হে, ডিন ফক্সক্রফ্ট, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেডেন লেনক্স, বেন লিস্টার, আদিত্য অশোক, জাকারি ফক্স, কার্টিস হেফি, জো কার্টার।

বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিন?

২৩ মে ঢাকায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিন।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিন?

বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিন শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সকাল ১০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিন?

বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিন ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে টিস্পোর্টসে (T-Sports)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিন?

বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের তৃতীয় দিন ভারতে অনলাইনে সম্প্রচার ফ্যানকোডে (FanCode) হবে এবং বাংলাদেশে দেখা যাবে টিস্পোর্টসে।