Cheteshwar Pujara: জাতীয় দল থেকে বাদ পড়ে দলীপের সেমিতে অনবদ্য সেঞ্চুরি পূজারার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থতার জেরে জাতীয় দল বাদ পড়েন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থতার জেরে জাতীয় দল বাদ পড়েন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। টিম ইন্ডিয়ার সংসারে জায়গায় না পাওয়া পূজারা ঘরোয়া ক্রিকেটে দারুণ কামব্যাক করলেন। মধ্যাঞ্চলের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে পশ্চিমাঞ্চলের হয়ে পূজারা কঠিন পিচে অনবদ্য সেঞ্চুরি করলেন।
প্রতিপক্ষে শিবম মাভি, আবেশ খান, যশ ঠাকুর, সৌরভ কুমারদের মত বোলারদের সামলে পূজারার কামব্যাক সেঞ্চুরি দেখার মত ছিল। প্রথম ইনিংসে পূজারা করেছিলেন ২৮ রান। সৌরাষ্ট্রের তারকা ব্যাটারের দুরন্ত ইনিংসের সৌজন্যে পশ্চিমাঞ্চলের লিড সাড়ে তিনশো ছাড়িয়েছে। প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চল করেছিল ২২০ রান। জবাবে মধ্যাঞ্চল ১২৮ রানে অল আউট হয়ে যায়।
দেখুন টুইট
গত ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল ঘোষণা করেন নির্বাচকরা। টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েন পূজারা। তাঁর বদলে টিম ইন্ডিয়ায় জায়গা পান যশস্বী জয়সওয়াল।
৩৫ বছরের পূজারা দেশের হয়ে ১০৩টি টেস্ট খেলে ৭১৯৫ রান করেন। পূজারা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ১৯টি টেস্ট সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি করেন। পূজারার পক্ষে জাতীয় দল এই বয়সে ফিরে আসা কঠিন বলে মনে করছেন অনেকে।