Sanjiv Goenka with KL Rahul: অধিনায়ক রাহুলকে আলিঙ্গন মালিক সঞ্জীব গোয়েঙ্কার, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় লখনৌয়ের মালিক?

ক দিন আগেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের হারের পর মালিকের অধিনায়ককে 'ধমক'নিয়ে গোটা দেশে ঝড় বয়ে গিয়েছিল। প্যাট কামিন্সদের কাছে হারায় লখনৌয়ের প্লে অফে পৌঁছানোর আশায় বড় ধাক্কা খায়।

Sanjiv Goenka with KL Rahul. (Photo Credits: X)

ক দিন আগেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের হারের পর মালিকের অধিনায়ককে 'ধমক'নিয়ে গোটা দেশে ঝড় বয়ে গিয়েছিল। প্যাট কামিন্সদের কাছে হারায় লখনৌয়ের প্লে অফে পৌঁছানোর আশায় বড় ধাক্কা খায়। আর সেই হতাশার হারের পর লখনৌ ফ্রাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে দলের অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে উত্তপ্ত অবস্থায় কথা বলতে দেখা গিয়েছেল। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দাবানের গতিতে ছড়িয়ে পাওয়ার পর তা নিয়ে তোলপাড় পড়ে যায়।

গোয়েঙ্কা-রাহুলের ভাইরাল ভিডিয়োতে নেটিজেনরা টানেন শ্রমিক-মালিক সম্পর্কের কথা, কর্পোরেট দুনিয়ার খারাপ বসের প্রসঙ্গ। বিতর্ক ঘিরে ধরে সঞ্জীব গোয়েঙ্কা-কে।

দেখুন ছবিতে

দেখুন ভিডিয়ো

তবে সেই বিতর্কের মাঝেই গতকাল, সোমবার রাতে দিল্লিতে স্পেশাল ডিনারে এলএসজি-র অধিনায়ক কেএল রাহুল-কে জড়িয়ে ধরতে দেখা গেল মালিক সঞ্জীব গোয়েঙ্কা-কে। সঞ্জীব গোয়েঙ্কার দিল্লির বাসভবনে রাতে দলের ক্রিকেটার-কোচ, সাপোর্ট স্টাফদের জন্য বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। আজ মঙ্গলবার রাতে কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামছে লখনৌ। এই ম্যাচে যারাই হারবে তাদের বিদায় নিশ্চিত।



@endif