BBL 2022-23: বিগ ব্যাশ লিগে ম্যানকডিংয়ের শিকার হলেন ব্যাটসম্যান, আম্পায়ার দিলেন না আউট, জেনে নিন কারণ
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারস এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচে অ্যাডাম জাম্পা বোলিং করার সময় প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ম্যানক্যাড করে আউট করে
আইপিএলের পর বিশ্বের টি-২০ লিগগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল বিগ ব্যাশ লিগ।এবার সেই আইপিএলের ছায়া বিগ ব্যাশ লিগে।২০১৯ সালের ২৫শে মার্চ আইপিএলে ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কিং ইলেভেন পাঞ্জাবের হয়ে রাজস্থানের ব্যাটসম্যান জস বাটলারকে ক্রিকেটের স্পিরিট বিরোধি ম্যানকাডিং আউট করেন অশ্বিন। যা নিয়ে পরবর্তীতে কম জল ঘোলা হয়নি। এবার সেই আউটের পুনরাবৃত্তি ঘটল বিগ ব্যাশ লিগের ম্যাচে।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারস এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচে অ্যাডাম জাম্পা বোলিং করার সময় প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ম্যানক্যাড করে আউট করে ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরতে শুরু করলে মাঠের আম্পায়ার থামেন এবং তৃতীয় আম্পায়ার এর দিকে নির্দেশ করেন। বোলার তার বোলিং অ্যাকশন সম্পন্ন করেছে বলে নট আউট বলে ঘোষণা করা হয়েছে। যার কারণে নট আউট দেওয়া হয়েছে।
দেখে নিন সেই ভিডিও-