Barbora Krejcikova: উইম্বলডনে চেকমেট, বিষ্ময় বালিকা পাওলিনাকে হারিয়ে খেতাব জিতলেন বারবোরা ক্রেজসিকোভা

বিষ্ময় বালিকার জয়রথ থামিয়ে এবারের উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা। চোটের কারণে যার এবারের উইম্বলডনে খেলার কথাই ছিল না।

Barbora Krejcikova. (Photo Credits: X)

বিষ্ময় বালিকার জয়রথ থামিয়ে এবারের উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে (Wimbledon Women's Single Final 2024) চ্যাম্পিয়ন হলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা (Barbora Krejcikova)। চোটের কারণে যার এবারের উইম্বলডনে খেলার কথাই ছিল না। কিন্তু শেষ অবধি সব বাধা পেরিয়ে উইলম্বডনের খেতাব হাতে তুললেন ইয়ানা নোভাত্নার ছাত্রী বারবোরা। এদিন ঐতিহের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টের ফাইনালে ইতালির জাসমিন পাওলিনাকে ৬-২, ২-৬, ৬-৪ হারিয়ে তাঁর দ্বিতীয় গ্র্যান্ডস্লাম খেতাব জিতলেন বারবোরা। এর আগে ২০২১ ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২৮ বছরের বারবোরা।

ট্রফি হাতে কেঁদে ফেললেন বারবোরা। ক্যান্সারে মারা যাওয়া কোচ ইয়ানা নোভাতনার কথা মনে পড়ে যাওয়া চোখের জল সামলাতে পারলেন না বারবোরা। ১৯৯৮ উইম্বলডনে সবাইকে চমকে চ্যাম্পিয়ন হয়েছিলেন নোভাতনা। এরপর ২০১৬ সালে তিনি ক্যান্সারে মারা যান। সেই সময় বারবোরাকে কোচিং করাতেন নোভাতনা। ২৬ বছর পর দেশে উইম্বলডনের ট্রফি নিয়ে যাওয়ার আগে নিজের আদর্শ নোভানতার কথা মনে পড়ে আবেগতাড়িত হয়ে পড়লেন ঘাসের কোর্টের এক নম্বর টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়নের। গত সাত বছরে মহিলাদের সিঙ্গলসে উইম্বলডন পেল সাতজন নতুন চ্যাম্পিয়ন। সেরেনা উইলিয়ামসের বিদায়ের পর মহিলাদের টেনিসে একচ্ছত্র রাজ করার মত এখনও কাউকে পাওয়া যাচ্ছে না।

দেখুন ছবিতে

আগামিকলা, রবিবার উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নোভাক জকোভিচের মুখোমুখি স্পেনের কার্লোস আলকারাজ। গতবার জকোভিচকে ফাইনালে হারিয়ে উইম্বলডন জিতেছিলেন আলকারাজ। এবার জোকারের কাছে শোধের লড়াই। এবার জিতলে উইম্বলডনে অষ্টমবার আর মোট ২৫টি গ্র্যন্ডস্লাম খেতাব জিতবেন সার্বিয়ার কিংবদন্তি জকোভিচ।