Simone Biles: সোনালী সাফল্যের সাত সমুদ্র পাড় বাইলস এর, অবিশ্বাস্য ভল্টে অলিম্পিকে সপ্তম সোনা সিমোনের
শনিবার মহিলাদের ব্যক্তিগত ভল্টে অবিশ্বাস্য পারফরম্যান্স করে অলিম্পিকে তার সপ্তম সোনার পদকটা জিতে ফেললেন বাইলস। চলতি প্যারিস অলিম্পিকে বাইলসের এটি তৃতীয় সোনা।
সাফল্যের সাত সমুদ্র পাড় করে ফেললেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাতারকা জিমন্যাস্ট সিমোন বাইলস (Simone Biles)। শনিবার মহিলাদের ব্যক্তিগত ভল্টে অবিশ্বাস্য পারফরম্যান্স করে অলিম্পিকে তার সপ্তম সোনার পদকটা জিতে ফেললেন বাইলস। চলতি প্যারিস অলিম্পিকে বাইলসের এটি তৃতীয় সোনা। এর আগে দলগত, অল-রাউন্ড বিভাগে সোনা জেতেন তিনি। এদিন, বাইলস ফাইনালে ১৫.৩০০ পয়েন্ট করে শীর্ষে থাকলেন। ১৪.৯৬৬ পয়েন্ট করে রুপো জিতলেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে, আর ব্রোঞ্জ জিতলেন আমেরিকার জেদে ক্যারি (১৪.৪৬৬)।
গতরকাল, শুক্রবার অলরাউন্ডার বিভাগে সোনা জেতেন ২৭ বছরের মার্কিন কৃষ্ণাঙ্গ কিংবদন্তি জিমন্যাস্ট। সাতটা সোনা সহ মোট ১০টি অলিম্পিক পদক জিতে বড় নজির গড়লেন বাইলস। ২০১৬ রিও অলিম্পিকে চারটি সোনা ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন বাইলস। তখন তাঁর বয়স ছিল ১৯ বছর। এরপর ২০২০ টোকিও অলিম্পিকে একটি রুপো, একটি ব্রোঞ্জ জেতার পর মানসিক অবসাদের কারণে সরে দাঁড়ান। সেখান থেকে ফিরে এসে প্যারিস অলিম্পিকে জিতে ফেললেন তিনটি সোনা।
২০১৬ রিও অলিম্পিকে ভল্টে ভারতের দীপা কর্মকার পেয়েছিলেন চতুর্থ স্থান,আর সেই বিভাগেই সোনা জিতেছিলেন বাইলস।
অলিম্পিকে বাইলসের ১০টি পদক
সাতটি সোনা কোথায় কীভাবে
২০১৬ রিও অলিম্পিক-
সোনা
১) দলগত
২) অল-রাউন্ড
৩) ভল্ট
৪) ফ্লোর এক্সারসাইজ
২০২৪ প্যারিস অলিম্পিক
৫) দলগত
৬) অল-রাউন্ড
৭) ভল্ট
রুপো ও ব্রোঞ্জ
২০১৬ রিও অলিম্পিক
১) ব্যালেন্স টিম (ব্রোঞ্জ)
২০২০ টোকিও অলিম্পিক
১) দলগত (রুপো)
২) ব্যালেন্স দলগত (ব্রোঞ্জ)