100th Catch Drop Record: ক্যাচ মিসের সেঞ্চুরি! কে করলেন এই রেকর্ড, নাম শুনলে চমকে যাবেন আপনি (দেখুন সেই ভিডিও)
বিশ্ব ক্রিকেটে হাতে গোনা ক্রিকেটার রয়েছেন, যাঁদের সেরা ফিল্ডারদের তালিকায় রাখা হয়। বিরাটকে এই তালিকায় রাখেন বিশেষজ্ঞরা। ফিটনেস ম্যানিয়াক বিরাট নিরাশও করেন না। চট করে ক্যাচও মিস করেন না।
বিশ্ব ক্রিকেটে হাতে গোনা ক্রিকেটার রয়েছেন, যাঁদের সেরা ফিল্ডারদের তালিকায় রাখা হয়। বিরাটকে এই তালিকায় রাখেন বিশেষজ্ঞরা। ফিটনেস ম্যানিয়াক বিরাট নিরাশও করেন না। চট করে ক্যাচও মিস করেন না। অসম্ভব ফিট বিরাট বরং আশ্চর্য কিছু ক্যাচ নিয়ে চমকেও দেন। সেই তিনিই করে বসলেন লজ্জার রেকর্ড।
বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুতেই ধস নেমেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে। লাবুসেন ও স্মিথ কিছুটা লড়েছেন। সেই স্মিথই অক্ষর প্যাটেলের বলে স্লিপে খোঁচা মারেন, খুব একটা যে কঠিন ক্যাচ ছিল, তা নয়। তবু তাঁর মতো বিশ্বস্ত হাত থেকে গলে গিয়েছে স্মিথের মতো ব্যাটারের ক্যাচ। যা বেশ অবাক করার মতো ঘটনা।এর আগে কেরিয়ারে ৯৯টা ক্যাচ গলিয়েছিলেন বিরাট। স্মিথের এই ক্যাচ গলানোর পর ক্যাচ মিসের সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট । দেখুন সেই ক্যাচ মিসের ভিডিও-