Ramadan Moon Sighting 2024: দেখা মিলল চাঁদের, সৌদি সহ আরব মুলুকে সোমবার থেকে শুরু রমজানের রোজা

বিশেষ চাঁদের দেখা মিলেছে। তাই আগামিকাল, সোমবার থেকেই রমজানের রোজা বা উপবাস শুরু হচ্ছে সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরবআমিরশাহি-র মত দেশগুলিতে। এক মাস ব্যাপী রোজা রাখার মাধ্যমে রমজান পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Ramadan moon (File Credit)

Ramadan 2024: বিশেষ চাঁদের দেখা মিলেছে। তাই আগামিকাল, সোমবার থেকে রমজানের রোজা বা উপবাস শুরু হচ্ছে সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরবআমিরশাহি-র মত দেশগুলিতে। এক মাস ব্যাপী রোজা রাখার মাধ্যমে রমজান পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মালয়েশিয়া, সিঙ্গাপুরেও সোমবার থেকে শুরু রমজান মাস।

তবে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ওমানে অর্ধচন্দ্রের দেখা না মেলায় সোমবার থেকে শুরু হচ্ছে না রমজান মাস। অস্ট্রেলিয়ায় ১২ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হবে রমজান মাস। ভারত, বাংলাদেশ থেকে এখনও বিশেষ চাঁদের দেখা মেলেনি। তাই সম্ভবত মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু হবে এখানে।

দেখুন খবরটি