এবার বড়সড় খবর এল পাকিস্তান (Pakistan) থেকে। করাচির একটি জেল ভেঙে (Massive Jail Break) পালাতে দেখা গেল কয়েকশ বন্দিকে। জেল ভেঙে পালাতে দেখা যায় বন্দিদের। রিপোর্টে প্রকাশ, করাচির (Karachi) মালির জেল থেকে কয়েকশ বন্দি পালিয়ে যায়। তাদের পাকড়াও করতে পরপর গুলি ছোঁড়ার শব্দ মেলে। যার জেরে ২০ জনের মৃত্যুর খবর মেলে। কারারক্ষী এবং পুলিশের গুলিতে পরপর ২০ জনের মৃত্যু হয় বলে খবর। সেই সঙ্গে ৪১ জন বন্দিকে পাকড়াও করতে পারে পুলিশ। কী কারণে বন্দিরা জেল ভেঙে (Prison Break)পালিয়ে যায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে মালি জেলের কাছে ভূমিকম্প বা বিস্ফোরণের জেরেই করাচিতে জেল ভেঙে বন্দিরা পালাতে শুরু করে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

জেল ভেঙে বন্দিরা পালানো শুরু করতেই পুলিশ গুলি চালানো শুরু করে। একটানা গুলি চালানো হয় পুলিশের তরফে। যার জেরে মালির জেরে প্রকাশ্যেই পরপর ২০ বন্দি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আরও পড়ুন: Himanta Biswa Sarma Shuts Down Pakistan's Brahmaputra Threat: ব্রহ্মপুত্রের জল কমিয়ে দেবে চিন? বন্ধুর নাম করে ভয় দেখাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফকে চুপ করালেন হিমন্ত

দেখুন সেই ভিডিয়ো যখন করাচির মালির জেল ভেঙে পালাতে শুরু করে বন্দিরা...

 

জেল ভেঙে একের পর এক বন্দি পালিয়ে যেতে শুরু করে...

 

করাচি থেকে একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)