ইজরায়েলের (Israel) সঙ্গে ইরানের (Iran) যুদ্ধের উত্তাপ ক্রমশ বাড়ছে। অন্যদিকে রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine) যুদ্ধও থামেনি এখনও। তারই মাঝে চলছে আমেরিকার হুমকির পালা। সবকিছু মিলিয়ে গোটা বিশ্ব জুড়ে ফের বিশ্ব যুদ্ধ ৩ নিয়ে আশঙ্কা তৈরি হতে শুরু করেছে। তবে এসবের মাঝে উত্তর কোরিয়া (North Korea) যেন নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়েছে। উত্তর কোরিয়ার একনায়ক (Kim Jong Un Memes Go Viral) North Korea হিসেবে পরিচিত কিম জং উনকে যখন প্রত্যেক অত্যাচারী এবং মেজাজি শাসক হিসেবে মনে করেন, সেই সময় তিনি যেন নিজেকে যুদ্ধে দামামা থেকে সরিয়ে রেখেছেন। কিম জং উনকে কোনওভাবে দেখা যাচ্ছে না এই সমস্ত যুদ্ধের মাঝে নিজেকে জড়িয়ে ফেলতে। অর্থাৎ কিম জং উন কোনওভাবেই যুদ্ধের সঙ্গে নিজেকে জড়াননি। তিনি একেবারে শান্ত হয়ে রয়েছেন এবং উত্তর কোরিয়ায় যুদ্ধের আঁচ লাগতে দেননি। ফলে গোটা বিশ্ব জুড়ে যুদ্ধের আবহের মাঝে উত্তর কোরিয়া নিজেকে একেবারে বাঁচিয়ে রেখেছে। ফলে কিমের একের পর এক মিম ভাইরাল হচ্ছে।
দেখুন কিম জং উন কীভাবে নিজেকে যুদ্ধের আবহ থেকে বাঁচিয়ে রেখেছেন...
View this post on Instagram
কিম কোনওভাবেই যুদ্ধের সঙ্গে উত্তর কোরিয়াকে জড়াননি...
BREAKING:
North Korea warns America and Europe against joining the war against Iran. pic.twitter.com/c2b6B1Mvwh
— Globe Eye News (@GlobeEyeNews) June 19, 2025
কিমের একের পর এক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে...
Kim Jong-un was left out of the party pic.twitter.com/Bnhr9HnBBB
— GEM INSIDER (@gem_insider) June 19, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)