Serbia: সার্বিয়ার সংসদে বক্সিং রিংয়ের চেয়েও ভয়ানক মারামারি, দেখুন ভিডিয়ো
সংসদ কক্ষ নাকি বক্সিং রিং, ভিডিয়োটা দেখলে গুলিয়ে ফেলবেন। ক দিন আগে সার্বিয়া-য় ট্রেন স্টেশনের প্ল্য়াটফর্মের ছাদ ভেঙে ১৫ জন মারা যান, পাশাপাশি অন্তত ৪৫ জন আহতও হন।
SERBIAN PARLIAMENT FIGHTING: সংসদ কক্ষ নাকি বক্সিং রিং, ভিডিয়োটা দেখলে গুলিয়ে ফেলবেন। ক দিন আগে সার্বিয়া-য় ট্রেন স্টেশনের প্ল্য়াটফর্মের ছাদ ভেঙে ১৫ জন মারা যান, পাশাপাশি অন্তত ৪৫ জন আহতও হন। এই দুর্ঘটনার দায়কে কেন্দ্র করে সার্বিয়ার সংসদে সরকার ও বিরোধী পক্ষের সাংসদদের মধ্যে বড় অশান্তি লেগে যায়। টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচের দেশ সাংসদরা একে অপরকে মারতে শুরু করেন। ঠেলাঠেলির পর শুরু হয় দু পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। সরকারের আনা বেশ কয়েকটি বিলের নথিও ছিড়তে থাকেন বিরোধী সাংসদরা। তাদের হাতে ছিল সরকার বিরোধী পোস্টারও। হাতাহাতি দু পক্ষের মোট৫ জন সাংসদ আহত হন বলে খবর।
সাবিরায়র এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভয়াবহ দুর্ঘটনার পিছনে সরকার দায় স্বীকার করে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগকরুন, এই দাবি নিয়ে সংসদে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের সাংসদ রাদোমিকর লাজোভিচ। এরপরই বাদানুবাদ শুরু হয়। সেখান থেকে ঠেলাঠেলি, মারামারি। সংসদ ভবন পরিণত হয় বক্সিং রিং-য়ে।
দেখুন সার্বিয়ার সংসদ কক্ষে মারামারির ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)