Elon Musk’s SpaceX: স্টারশিপ রকেটের উন্নয়নে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করল স্পেস এক্স

Starship Rocket Photo Credit:X@

শিল্পপতি ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স (SpaceX) স্টারশিপ রকেট উৎভাবনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। গত সন্ধ্যায় দক্ষিণ টেকসাসে সংস্থার লঞ্চ প্যাডে পুনর্ব্যবহার যোগ্য রকেটটিকে রোবটিক আর্মের সাহায্যে নিখুঁতভাবে ল্যান্ডিং করানো সম্ভব হয়েছে। ভারতীয় সময় সন্ধে ৫-টা বেজে ৫৫ মিনিটে রকেটটি রওনা দেয়।পরে বুস্টার ফের লঞ্চ প্যাডে ফিরে আসে। অন্যদিকে, স্টারশিপের উপরের অংশটি এর এক ঘন্টার পর ভারত মহাসাগরে গিয়ে পড়ে। ৭১ মিটার দৈর্ঘ্যের এই স্টারশিপ রকেটটি এযাবৎকালের সবচেয়ে বৃহৎ ও শক্তিশালী।