Durga Puja 2024: বোধনের আগে শেষবারের মত রং, তুলির স্পর্শে দুর্গা প্রতিমা, বাংলাদেশে অন্য ছবি

Durga Puja (Photo Credit: ANI/X)

বাংলাদেশে (Bangladesh) দুর্গা পুজো (Durga Puja 2024) করা যাবে না, মূর্তি বিসর্জন দেওয়া যাবে না বলে দাবি শুরু করে বেশ কিছু মৌলবাদী সংস্থা। এমনকী দুর্গা পুজো শুরুর আগে মূর্তি ভাঙচুরের খবরও আসতে শুরু করে। এসবের মাঝেই এবার রামনা কালী মন্দির থেকে সামনে এল এক অন্য ছবি। যেখানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় (Dhaka) দুর্গা প্রতিমায় শেষবারের মত রং, তুলির টান দেওয়া হচ্ছে। ষষ্ঠীতে বোধনের আগে দুর্গা মূর্তিতে শেষবারের মত রং করছেন প্রতিমা শিল্পী।

ঢাকায় চলছে দুর্গা প্রতিমায় রংয়ের কাজ...