Diwali 2024: নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দিওয়ালি উদযাপন, দেখুন ভিডিয়ো

এদিন টাইম স্কোয়ারে হাজির হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। সেখানেই দিওয়ালি উদযাপনে মাতেন তাঁরা।

টাইম স্কোয়ারে দিওয়ালি উদযাপন (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ আলোর উৎসবে সেজেছে গোটা দেশ। আর এবার উৎসবের ঢেউ আছড়ে পড়েছে সুদূর আমেরিকাতেও। এ বার নিউ ইয়র্কের(New York) বিখ্যাত টাইম স্কোয়ারে (Time Square) দিওয়ালি(Diwali 2024) উদযাপন। আকাশ ছোঁয়া বিল্ডিং-এর গায়ে লাগানো এলসিডি স্ক্রিনে আলোর কারসাজিতে ফুটিয়ে তোলা হল দিওয়ালি লেখা। এদিন টাইম স্কোয়ারে হাজির হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। সেখানেই দিওয়ালি উদযাপনে মাতেন তাঁরা।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দিওয়ালি উদযাপন, দেখুন ভিডিয়ো