Kunal Ghosh: 'এটা স্থানীয় সমস্যা', বিধায়ক হুমায়ুন কবীরের হুমকি নিয়ে মন্তব্য কুণাল ঘোষের

দিনকয়েক ধরে বহরমপুর জুনিয়র চিকিৎসক ও ডাক্তারদের উদ্দেশ্যে মন্তব্য করে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

ইতমধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। যদিও এতকিছুর পরেও দমে যাওয়ার পাত্র নন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক। অভিযোগ জানানোর পরেও তিনি বলেছিলেন জেল থেকে বেরোবো যেদিন সেদিন হাসপাতালে ৫০ হাজার লোক নিয়ে যাব। হুমায়ুনের এহেন মন্তব্যে কার্যত অস্বস্তিতেই পড়েছে তৃণমূল নেতৃত্ব। সোমবার এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "এটা স্থানীয় সমস্যা। রোগীদের সমস্যার কারণে সম্ভবত এরকম মন্তব্য করা হয়েছে। এটা রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে চিকিৎসকদের সম্পর্কের বিষয়। সম্পর্ক নষ্ট হলেই সমস্যা। আশা করা যায় এই ধরনের সমস্যার দ্রুত সমাধান হবে"।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif