গ্রাহকের চুল (Hair) কাটতে গিয়ে এবার এক ব্যক্তি যা করলেন, তা দেখে চোখে কপালে উঠছে মানুষের। গ্রাহকের চুল কাটতে গিয়ে এক ব্যক্তিকে দেখা যায়, কেটে ফেলা চুল খেয়ে নিতে। শুনতে অবার লাগছে। তাহলে এই ভিডিয়ো দেখতে হবে আপনাকে। যেখানে দেখা যাচ্ছে, দোকানে আসা গ্রাহকের চুলে ট্রিমার চালিয়ে দেন এক ব্যক্তি। ট্রিমার দিয়ে তিনি যখন গ্রাহকের চুল কাটছেন, সেই সময় তা তাঁর খাবারের থালায় পড়তে শুরু করে। অর্থাৎ ট্রিমার দিয়ে কাটা চুল (Barber Eating Customer’s Trimmed Hair) পড়তে শুরু করে ঘুঘনির প্লেটে। ছোট ছোট করে কাটা চুল যখন ওই ব্যক্তির ঘুঘনির থালায় পড়তে শুরু করে, তিনি তা চামচ দিয়ে কেটে কেটে খেতে শুরু করেন। এমনই একটি অদ্ভুদ ভিডিয়ো এবার সামনে এল। যেখানে বাংলায় কথা বলা এক ব্যক্তিকে দেখা যায়, গ্রাহকের কাটা চুল দিয়ে ঘুঘুনি খেতে। কীভাবে তিনি এই কাজ করতে পারলেন, সেই প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে এই ভিডিয়ো দেখে। কেউ চুল সমেত কীভাবে ঘুঘুনি বা যে কোনও ধরনের খাবার খেতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ। ঘুঘুনি খাওয়ার সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, 'দেখা ভাই আমি কিন্তু শুধু ঘুঘনি খেতে পারি না একদম...'
দেখুন কীভাবে কাটা চুল দিয়ে ঘুঘুনি ষখাচ্ছেন ওই ব্যক্তি...
it's amazing... you can literally just post a daily life video from their subcontinent, and they will report you in the thousands pic.twitter.com/QI22J4iRFc
— KekMagician (@KequeMage) August 3, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)