Tammy Beaumont Century In The Hundred: একশোয় একশোর প্রথম মহিলা ক্রিকেটার ট্যামি বিউমন্ট

য়েলশ ফায়ারের অধিনায়িকা তথা ইংল্যান্ডের ওপেনার ব্যাটার ট্যামি বিউমন্ট ১০০ বলের ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার নজির গড়লেন।

Tammy Beaumont Century In The Hundred: একশোয় একশোর প্রথম মহিলা ক্রিকেটার ট্যামি বিউমন্ট
Tammy Beaumont

মহিলাদের ১০০ বলের ক্রিকেটেও এবার সেঞ্চুরি। ওয়েলশ ফায়ারের অধিনায়িকা তথা ইংল্যান্ডের ওপেনার ব্যাটার ট্যামি বিউমন্ট (Tammy Beaumont) ১০০ বলের ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার নজির গড়লেন। ওয়েলেশ ফায়ারের হয়ে ওপেন করতে নেমে অধিনায়িকা ট্যামি বিউমন্ট করলেন ৬১ বলে ১১৮ রানের ইনিংস খেললেন।

ট্রেন্ট রকেটসের বিরুদ্ধে বিউমেন্ট তাঁর রেকর্ড গড়া ইনিংসে মারলেন ২০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। ট্যামি বিউমন্টের দুরন্ত ইনিংসের সহয়াতায় ওয়েলশ ফায়ার ১০০ বলে করে ৩ উইকেটে ১৮১ রান।

দেখুন ছবিতে

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)


Share Us