Neeraj Chopra on Vinesh Phogat: বিনেশকে যেন মানুষ ভুলে না যায়, আবেদন নীরজ চোপড়ার

প্যারিস গেমসে মাত্র ১০০ গ্রাম ওজন বেশী থাকায় বিনেশ ফোগাট (Vinesh Phogat) ফাইনালে উঠেও বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে নীরজ একটা আবেদন করলেন।

Neeraj Chopra (Photo Credit: ANI/Twitter)

প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর টোকি-তেও রুপো জিতেছেন ভারতের মহাতারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্যারিস গেমসে ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে মাত্র ১০০ গ্রাম ওজন বেশী থাকায় বিনেশ ফোগাট (Vinesh Phogat) ফাইনালে উঠেও বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে নীরজ একটা আবেদন করলেন।

অলিম্পিকের জোড়া পদকজয়ী নীরজ বললেন, " বিনেশ ফোগাটের বিষয়ে এখন আবেদনের প্রক্রিয়া চলছে। ও যদি পদক পেয়ে সেটা দারুণ হবে। তখন মানুষ ওকে চ্যাম্পিয়ন বলবে। মানুষ ওকে মনে রাখবে। কিন্তু যদি সেটা না হয়, ও যদি শেষ পর্যন্ত পদক না পায়, তাহলে মানুষ ওকে ভুলে যাবে। আমার এখানেই ভয়। আমরা সবাইকে আবেদন পদক পাক বা না পাক, বিনেশ দেশের জন্য যে লড়াইটা করল, সেটা যেন আমরা ভুলে না যাই। সবাই যেন বিনেশকে মনে রাখে।"

দেখুন ভিডিয়ো

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now