Paris Olympics Covid: প্যারিসে অলিম্পিকে ফের কোভিড হানা, এবার কোভিডে আক্রান্ত বিশ্বচ্যাম্পিয়ন সাঁতারু লানি পালিস্টের

টোকিও অলিম্পিক ঠিক এক বছর পিছিয়ে গিয়েছিল করোনা ভাইরাসের কারণে। দর্শকশূন্য স্টেডিয়ামে হাতে স্যানিটাইজার, মুখে মাস্ক পরেই হয়েছিল টোকিও অলিম্পিক।

2024 Olympics at Paris (Photo Credit: @IndTennisDaily/ X)

Australian swimmer Lani Pallister: টোকিও অলিম্পিক ঠিক এক বছর পিছিয়ে গিয়েছিল করোনা ভাইরাসের কারণে। দর্শকশূন্য স্টেডিয়ামে হাতে স্যানিটাইজার, মুখে মাস্ক পরেই হয়েছিল টোকিও অলিম্পিক। আর এবার প্যারিস অলিম্পিকে করোনা নিয়ে তেমন আলোচনা হয়নি। কিন্তু গেমস শুরু হতেই দু'জন তারকা সাঁতারু কোভিডে আক্রান্ত হলেন। দুটো সোনা সহ টানা তিনটি অলিম্পিকে সোনা জয়ী তারকা ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিয়েটি (Adam Peaty)। গতকাল, সোমবার তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ এসেছিল।

আর এবার অস্ট্রেলিয়ার তরুণী সাঁতারু লানি পালিস্টের করোনায় আক্রান্ত হলেন। করোনা হওয়ায় বিশ্বচ্যাম্পিয়ন এই অজি সাঁতারু মহিলাদের দেড় হাজার মিটার ফ্রিস্টাইল বিভাগ থেকে নাম তুলে নিতে বাধ্য হলেন। গায়ে জ্বর, সর্দি ও খুব দ্রুত হাঁফিয়ে যাওয়ায় তিনি লানি ব্যক্তিগত এই বিভাগে খেলতে পারবেন না বলে অজি শিবির থেকে জানানো হয়েছে। তবে করোনা সারিয়ে তিনি ৪x২০০ মিটার ফ্রি স্টাইলে রিলে সাঁতারে নামবেন বলে জানানো হয়েছে।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement