Gayatri Gopichand: স্বপ্নের কামব্যাক করে অলিম্পিক পদকজয়ীদের হারালেন তৃষা-গায়েত্রি

প্যারিস অলিম্পিকের আগে ব্যাডমিন্টন কোর্ট থেকে দেশের জন্য সুখবর। সিঙ্গাপুর সুপার ৭৫০ ওপেনে মহিলাদের ডবলসের কোয়ার্টার ফাইনালে স্মরণীয় জয় পেলেন ভারতের জুটি তৃষা জলি এবং গায়েত্রি গোপিচাঁদ।

Gayatri Gopichand and Trisha Jolly. (Photo Credits:X)

প্যারিস অলিম্পিকের আগে ব্যাডমিন্টন কোর্ট থেকে দেশের জন্য সুখবর। সিঙ্গাপুর সুপার ৭৫০ ওপেনে মহিলাদের ডবলসের কোয়ার্টার ফাইনালে স্মরণীয় জয় পেলেন ভারতের জুটি তৃষা জলি এবং গায়েত্রি গোপিচাঁদ। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে পদকজয়ী জুটি দক্ষিণ কোরিয়ার কিম সো-ইয়ং ও কং হি-ইয়ং-কে অনেকটি পিছিয়ে পড়েও হারিয়ে সেমিফাইনালে উঠলেন তৃষা-গায়েত্রি-রা।

প্রথম গেমে ১৮-২১ হারের পর তৃষা-রা দ্বিতীয় গেমে জেতেন ২১-১৯-এ। এরপর নির্ণায়ক গেমে তৃষা-গায়েত্রিরা ১২-১৮ পিছিয়ে পড়ে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সেখান থেকে অপ্রত্যাশিতভাবে ২৪-২২ জিতে যান তৃষা-গায়েত্রি। ভারতের প্রতিশ্রুতিমান ব্যাডমিন্টন খেলোয়াড় গায়েত্রি গোপিচাঁদ হলেন ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ পুলেল্লা গোপিচাঁদের মেয়ে।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now