Neeraj Chopra: নীরজ চোপড়াকে পাকিস্তানে ডাকতে চান সোনাজয়ী আর্শাদ নাদিমের মায়ের

এবার নীরজকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানানোর ইচ্ছাপ্রকাশ করলেন প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রো-য়ে সোনাজয়ী আর্শাদ নাদিমের (Arshad Nadeem) মা রিওয়াজ পরভিন।

Neeraj Chopra (Photo Credit: ANI/Twitter)

নীরজ চোপড়া (Neeraj Chopra)-কে নিজের ছেলে বলে পরিচয় দিয়েছেন। এবার নীরজকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানানোর ইচ্ছাপ্রকাশ করলেন প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রো-য়ে সোনাজয়ী আর্শাদ নাদিমের (Arshad Nadeem) মা রিওয়াজ পরভিন (Raziah Parveen)। অলিম্পিকের ব্যক্তিগত বিভাগে প্রথম সোনাজয়ী পাকিস্তানীর মা রিওয়াজ বললেন, "আমি নীরজকে এবার আমার বাড়িতে ডাকব।"

প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-য়ে সোনা জেতেন পাকিস্তানের আর্শাদ নাদিম (Arshad Nadeem), আর রুপো পান ভারতের নীরজ চোপড়া। অলিম্পিকে পদকজয়ী দুই অ্য়াথলিটের মা সীমান্তের ব্যবধান মুছে বড় বার্তা দেন। নীরজের মা সরোজ দেবী বলেছিন, আমার এক ছেলে রুপো জিতেছে, আর এক ছেলে সোনা। আর্শাদ আমার ছেলের মত।

দেখুন খবরটি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now