Ambani Family Ganesh Chaturthi : মুম্বইয়ে আম্বানি ভবন অ্যান্টিলিয়ায় তাক লাগানো গণেশ পুজো, দেখুন নীতা-অনন্তদের গণপতি ভক্তি
দুনিয়ার ধনীতম ব্যক্তিদের একজন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। আর আম্বানিরা ভক্ত গণেশ ঠাকুরের। আর পাঁচজন মুম্বইকরের মতই তাই গণেশ পুজোয় মেতে ওঠে আম্বানি পরিবার।
দুনিয়ার ধনীতম ব্যক্তিদের একজন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আর আম্বানিরা ভক্ত গণেশ ঠাকুরের। আর পাঁচজন মুম্বইকরের মতই তাই গণেশ চতুর্থীতে গণপতির আরাধানয় মেতে ওঠে আম্বানি পরিবার। এই কটা দিন শুধুই গণেশ আরধনায় মেতে ওঠেন মুকেশ আম্বানি, নীতা আম্বানিরা। ক মাস আগেই রেকর্ড অর্থ খরচ করে চোখধাঁধানো অনুষ্ঠানে ছেলে অনন্তের বিয়ে দিয়েছেন মুকেশ-নীতা। আর ছেলের বিয়ের পর প্রথম গণেশ পুজোয় অ্যান্টিলিয়ায় ধরা পড়ল ভক্তি। এক বিশেষ ভিডিয়ো প্রকাশ করে অ্যান্টিলিয়ায় আম্বানিদের গণেশ পুজোর ভিডিয়ো শেয়ার করা হল।
যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, অ্যান্টিলার রাজা গণপতি-কে গোটা পরিবার কীভাবে আপন করে নিয়ে ভক্তির আসন দিচ্ছে। এই ভিডিয়োতে দেখা গেল দাদা অনিল আম্বানিকে-ও। মুকেশ আম্বানির নব গৃহবধূ রাধিকা আম্বানিকেও গণেশ আরাধনায় মাততে দেখা গেল।
দেখুন গণেশ চতুর্থীতে মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় আম্বানিদের গণেশ পুজো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)