Madhya Pradesh Gangrape: মধ্যপ্রদেশের সিংরাউলি জেলায় (Singrauli Gangrape)-চাঞ্চল্যকর ঘটনা। ১৬ ও ১৭ বছর বয়সী দুই বোনকে জোর করতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল। দুই বোনকে রীতিমত পরিকল্পনা করে তুলে নিয়ে জঙ্গলে গিয়ে ধর্ষণ করে তিন ধর্ষক। দুই নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় সেই দুই বোনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের পর মেয়ে দুটির মোবাইল সেট চুরি করে পালায় ধর্ষকরা।
ধর্ষণের পর তাদের ওপর অত্যাচার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ধর্ষণ হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর গ্রামবাসীরা মেয়ে দুটিকে উদ্ধার করে, এবং তারপর পুলিশে খবর দেয়। আজ, রবিবার দুপুরে নাবালিকদের বয়ান রেকর্ডের পর ধর্ষণের কেস দায়ের হয়। তিন ধর্ষকদের শনাক্ত করেছে গ্রামবাসীরা। রাহুল সাকেত নামের এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। রাকেশ সাকেত ও বিশ্বামিত্র সাকেত নামের দুই অভিযুক্তকেও পরে সন্ধ্যায় গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। তাদের কাছে থেকে মেয়ে দুটির মোবাইলও উদ্ধার করা হয়েছে।
দেখুন খবরটি
#MadhyaPradesh | Two minor siblings, aged 16 and 17 years, were abducted, dragged to the jungle, and gang-raped by three men in Singrauli district.
More details 🔗 https://t.co/MyHMZJtrqd pic.twitter.com/VpTrgUWV50
— The Times Of India (@timesofindia) September 14, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)