শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে রাধিকা যাদবের (Tennis Player Radhika Yadav) মৃতদেহ। টেনিস খেলোয়াড় (Tennis Player) রাধিকা যাদবের মৃত্যুর পর এবার তাঁর দেহ নিয়ে যাওয়া হচ্ছে শেষকৃত্য়ের জন্য। হরিয়ানার গুরুগ্রামেই সম্পন্ন হবে রাধিকা যাদবের শেষকৃত্য়। পরপর ৩টি গুলি চালিয়ে রাধিকাকে খুন করেন তাঁর বাবা দীপক যাদব। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো আপলোড কেন করছে মেয়ে, এই প্রশ্নে চোটে যান দীপক যাদব। তারপরই তিনি গুলি চালাতে শুরু করেন। পরপর ৩টি গুলি রাধিকার শরীর ফুঁড়ে ঢুকে যায়। ঘরের মেঝেই লুটিয়ে পড়েন রাধিকা। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিকই কিন্তু চিকিৎসকরা বাঁচাতে পারেননি। রাধিকার বাবা দীপক যাদবকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে একদিনের হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে রাধিকাকে যখন খুন করেন দীপক যাদব, বাড়ির প্রথমতলের ওই ঘরেই ছিলেন মা মঞ্জু যাদব। তবে তিনি পুলিশের সামনে মুখ খুলতে চাননি। মঞ্জু যাদব পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করাবেন না বলে জানিয়েছেন। তবে মঞ্জু কেন এমন কথা বলছেন, তা নিয়ে পুলিশ ধ্বন্দে রয়েছে।
টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে গুরুগ্রামেই...
#WATCH | Mortal remains of tennis player Radhika Yadav being taken for last rites in Gurugram, Haryana.
Her father, Deepak Yadav, is accused of killing her. He is currently under one-day police custody. pic.twitter.com/zGgiELZaVy
— ANI (@ANI) July 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)