Janjatiya Gaurav Divas: 'আদিবাসী গর্ব দিবস' উপলক্ষে সংসদে বিরসা মুন্ডাকে শ্রদ্ধাঞ্জলি
স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার (Freedom Fighter Birsa Munda) আজ ১৫০তম জন্মবার্ষিকী।
নয়াদিল্লি: স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার (Freedom Fighter Birsa Munda) আজ ১৫০তম জন্মবার্ষিকী। অবিভক্ত ভারতে আদিবাসী সমাজকে ব্রিটিশদের নিপীড়ন থেকে বাঁচার জন্য লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন এই বিরসা মুন্ডা। আদিবাসী সমাজের কাছে তিনি বিরসা ভগবান বলে পরিচিত। বর্তমানের রাঁচি জেলার উলিহাটুতে ১৮৭৫ সালের ১৫ নভেম্বর বীরসা মুন্ডা জন্ম নিয়েছিলেন। 'আদিবাসী গর্ব দিবস' উপলক্ষে সংসদে (Parliament) বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানালেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu), ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar), লোকসভার স্পিকার ওম বিড়লা (Lok Sabha Speaker Om Birla), রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ (Rajya Sabha Deputy Chairman Harivansh Narayan Singh)। দেখুন-