Mukesh Ambani Buys Building: ক্লিন্টনদের প্রতিবেশী হলেন আম্বানিরা, নিউ ইয়র্কের অভিজাত ট্রাইবেকায় দেড়শো কোটির বাড়ি কিনলেন মুকেশ আম্বানি

এবার বিল-হিলারি ক্লিন্টন, লিওনার্দো দ্যা ক্যাপ্রিও কিংবা টেলর সুইফট, স্কারলেট জনসনদের প্রতিবেশী হলেন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। সংবাদমাধ্যমে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর নিউ ইয়র্ক সিটির সবচেয়ে অভিজাত এলাকায় বাড়ি বা সম্পত্তি কিনেছেন মুকেশ আম্বানি।

Mukesh Ambani With Sharmila Faruqui.jpg (Photo Credit: Instagrm)

Mukesh Ambani Buys Building: এবার বিল-হিলারি ক্লিন্টন, লিওনার্দো দ্যা ক্যাপ্রিও কিংবা টেলর সুইফট, স্কারলেট জনসনদের প্রতিবেশী হলেন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। সংবাদমাধ্যমে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর নিউ ইয়র্ক সিটির সবচেয়ে অভিজাত এলাকায় বাড়ি বা সম্পত্তি কিনেছেন মুকেশ আম্বানি। অভিজাত ট্রাইবেকা এলাকায় আম্বানির ঝাঁ চকচকে আধুনিক বিল্ডিং কিনতে খরচ হয়েছে প্রায় ১৭.৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। তবে সেই বাড়িটি মুকেশ আম্বানি থাকবেন নাকি অন্য কোনও পরিকল্পনা আছে তা পরিষ্কার নয়।

লেনদেনটি সম্পন্ন হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কিন শাখা RIL USA-এর মাধ্যমে। আম্বানিদের এই বিল্ডিংটি বিক্রি করেন এনবিএ মেমফিস গ্রিজলিস দলের মালিক তথা টেক বিলিয়নেয়ার রবার্ট পেরা। পেরা ২০১৮ সালে প্রায় ২০ মিলিয়ন ডলারে এই সম্পত্তি কিনেছিলেন। আম্বানিদের কেনা বাড়িটি ভবনটি একসময় ফ্রেইট টার্মিনাল ছিল, আকারে ১০,০০০ বর্গফুটের বেশি। প্রায় ১০ বছর ধরে বাড়ি ফাঁকা পড়ে আছে, কোনো বড় উন্নয়ন হয়নি বলে খবর। বিখ্যাত স্থপতি মায়া লিন-কে দিয়ে ২০,০০০ বর্গফুটের একটি সুবিশাল-প্রাসাদ ডিজাইন করান। কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি।

দেখুন খবরটি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement